PM Modi-Lex Freedman Podcast: নরেন্দ্র মোদী আজ যাঁর সঙ্গে পডকাস্ট করবেন, কে এই লেক্স ফ্রিডম্যান জানেন?
Lex Freedman: এআই, রোবোটিক্স, মানব আচরণ সহ একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছেন লেক্স। মানবহীন গাড়ি তৈরি নিয়েই মূলত কাজ করেছেন তিনি। ২০১৯ সালে ইলন মাস্কও তাঁর কাজের প্রশংসা করেছিলেন। গুগলেও কাজ করেছেন ফ্রিডম্যান।

নয়া দিল্লি: রবিবারে বড় চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন পডকাস্টার তথা আর্টিফিশিয়াল রিসার্চার লেক্স ফ্রিডম্যানের শো-তে হাজির হচ্ছেন তিনি। দীর্ঘ ৩ ঘণ্টার ইন্টারভিউ দিয়েছেন তিনি। কথা বলেছেন নিজের শৈশব থেকে শুরু রাজনীতি জীবন নিয়ে। ফ্রিডম্যানের সঙ্গে আলোচনাকে ‘অত্যন্ত মনগ্রাহী’ বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই পোস্টের পরই সাধারণ মানুষের মনে প্রশ্ন, কে এই লেক্স ফ্রিডম্যান? যার আবেদন ফেরাতে পারলেন না খোদ প্রধানমন্ত্রীও।
আজ, ১৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ফ্রিডম্যানের পডকাস্ট শো। এই শো-তে প্রধানমন্ত্রী তাঁর জীবনের নানা অজানা ঘটনা নিয়ে কথা বলেছেন।
লেক্স ফ্রিডম্যান হলেন রাশিয়া বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার সায়েন্টিস্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণাও করেন তিনি। কেমব্রিজের ম্যাসাচুসেট ইন্সটিটিউট অব টেকনোলজির সঙ্গে যুক্ত তিনি। মানুষের সঙ্গে রোবটের সম্পর্ক নিয়েই তিনি গবেষণা করেন।
১৯৮৩ সালে তাজিকিস্তানে জন্ম নেন লেক্স ফ্রিডম্যান। বড় হয়েছেন মস্কোয়। এরপর তাঁর পরিবার আমেরিকায় চলে আসে। ফিলাডেলফিয়ায় ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার সায়েন্সে বিএসসি করেন। এই সময় থেকেই তাঁর আগ্রহ তৈরি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং সম্পর্কে। এরপরে ইলেকট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করেন।
এআই, রোবোটিক্স, মানব আচরণ সহ একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছেন লেক্স। মানবহীন গাড়ি তৈরি নিয়েই মূলত কাজ করেছেন তিনি। ২০১৯ সালে ইলন মাস্কও তাঁর কাজের প্রশংসা করেছিলেন। গুগলেও কাজ করেছেন ফ্রিডম্যান। তবে নিজস্ব গবেষণার জন্য গুগলের চাকরি ছেড়ে দেন কিছু সময় পরই।
২০১৮ সালে লেক্স ফ্রিডম্যান নিজের পডকাস্ট শুরু করেন, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, নিউরোসায়েন্স, ফিলোজফি, অর্থনীতি সহ একাধিক বিষয় নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তাঁর শো-তে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নোয়াম চমস্কি, মার্ক জাকারবার্গ, স্যাম অল্টম্যানের মতো বিশিষ্ট ব্যক্তিরা। ইউটিউবে তাঁর ১.৪ মিলিয়ন (১৪ লক্ষ) ফলোয়ার্স রয়েছে। এক্সে ৪.২ মিলিয়ন (৪২ লক্ষ) ফলোয়ার্স রয়েছে।





