Fire in Oil Depot: টানা ৮ ঘণ্টা ধরে লড়াই ২৬০ দমকলকর্মীর, তেলের ডিপোয় ভয়াবহ আগুনে পুড়ে মৃত কমপক্ষে ১৭
Indonesia Fire: শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে তানাহ মেরাহ এলাকায় প্লামপাং জ্বালানি স্টেশনে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। এই তেলের ডিপো থেকেই ইন্দোনেশিয়ার মোট জ্বালানির চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করা হয়।
জাকার্তা: জ্বালানি তেলের ডিপোয় ভয়াবহ আগুন (Fire)। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। গুরুতর আহত আরও ১২ জন। শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে ইন্দোনেশিয়ার (Indonesia) জাকার্তায় (Jakarta)। দেশের অন্যতম বড় জ্বালানি ডিপোয় (Oil Depot) আগুন লেগে যায়। প্রায় ৮-১০ ঘণ্টা ধরে আগুন জ্বলে। দমকলের ৫২টি ইঞ্জিন মিলে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের পুড়ে মৃত্যু হয়েছে। আগুন বেশ অনেকটা ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকা খালি করে দিতে হয়। কয়েক হাজার মানুষকে অন্যত্র স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে তানাহ মেরাহ এলাকায় প্লামপাং জ্বালানি স্টেশনে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। এই তেলের ডিপো থেকেই ইন্দোনেশিয়ার মোট জ্বালানির চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করা হয়। আগুন লাগতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তবে দাহ্য পদার্থে পরিপূর্ণ থাকায় তেলের ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ হয় ও আগুন আরও ছড়িয়ে পড়ে। আশেপাশের অঞ্চলের বেশ কিছু বাড়িও আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫২টি দমকলের ইঞ্জিন ও কমপক্ষে ২৬০ জন দমকলকর্মী মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
At least 17 dead in fuel depot fire in Jakarta, Indonesia.
? Awam pic.twitter.com/t7sMZPute0
— BERNAMA (@bernamadotcom) March 4, 2023
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে, তেলের ডিপো থেকে আগুনের লেলিহান শিখা ও গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। একদিকে যেখানে দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন, সেখানেই কয়েকশো মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারী বৃষ্টি বা বজ্রপাতের কারণে তেল সরবরাহের কোনও পাইপলাইন ফেটে গিয়েছিল। সেখান থেকেই আগুন লেগে যায় তেলের ডিপোয়। দাহ্য পদার্থ হওয়ায় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরও ১২ জন। অগ্নিদ্বগ্ধ অবস্থায় কপক্ষে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে,আশেপাশের অঞ্চল থেকে প্রায় ৬০০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।