Cyclone Mocha: ‘হতচ্ছাড়া’ মোখার তাণ্ডবে ছন্নছাড়া মায়ানমার, দেখুন ছবিতে

Cyclone Mocha: প্রবল ঘূর্ণিঝড় মোখার দাপটে ছন্নছাড়া পরিস্থিতি মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। কয়েক হাজার ঘর-বাড়ি ভেঙেছে বাংলাদেশের কক্সবাজারে। আর মায়ানমারে ছাদ ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে।

Cyclone Mocha: 'হতচ্ছাড়া' মোখার তাণ্ডবে ছন্নছাড়া মায়ানমার, দেখুন ছবিতে
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 8:28 PM

রাখাইন: রবিবারই মায়ানমারের সিতওয়া উপকূলে প্রবল গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। সাড়ে ১১ টা নাগাদ আছড়ে পড়ার পর প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। এই মোখার দাপটে মায়ানমার ও বাংলাদেশে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। ইতিমধ্যে বাড়ির ছাদ ভেঙে মায়ানমারে তিনজনের মৃত্যু হয়েছে। মায়ানমার ও বাংলাদেশে এই ঝড়ের তাণ্ডবের ছবি দেখুন এই প্রতিবেদনে।

মোখার দাপটে রাখাইন প্রদেশের গ টাউনশিপে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমারের সঙ্গে জড়িয়ে থাকা একটি ল্যাম্পপোস্ট উপড়ে গিয়েছে। ছবি সৌজন্যে: PTI/AFP

মায়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকতাফে ঘূর্ণিঝড় মোখার খেলা শুরু হওয়ার পর স্থানীয় এক বাসিন্দা একটি শিশু পেঁচাকে উদ্ধার করেছেন। ছবি সৌজন্যে: PTI/AFP

মোখার তাণ্ডবে টেকনাফের রাস্তায় উপড়ে পড়েছে গাছ। উদ্ধারকারী দল সেই উপড়ে পড়া গাছ সরিয়ে ফেলছে। ছবি সৌজন্যে: AFP

ঘূর্ণিঝড় মোখার দাপটে প্রচুর ঘর-বাড়ি ভেঙে গিয়েছে মায়ানমার ও বাংলাদেশে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর মায়ানমারের রাখাইন প্রদেশের কিয়াউকতাফে এক স্থানীয় বাসিন্দা নিজের বাড়ির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন। ছবি সৌজন্যে: AFP

মায়ানমারের কিয়াউকতাফে ত্রিপ্পল গায়ে জড়িয়ে বসে রয়েছেন দুই বাসিন্দা ছবি সৌজন্যে: AFP

মোখার দাপটে চাল উড়ে গিয়েছে বাড়ির। বাড়ির ক্ষয়ক্ষতিই খতিয়ে দেখছেন বাসিন্দারা। ছবি সৌজন্য: AFP

ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ার আগেই গতকাল মায়ানমারের রাখাইন প্রদেশেরর সিতওয়াতে একটি ট্রাকে করে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি সৌজন্যে: AFP