Cyclone Mocha: ‘হতচ্ছাড়া’ মোখার তাণ্ডবে ছন্নছাড়া মায়ানমার, দেখুন ছবিতে
Cyclone Mocha: প্রবল ঘূর্ণিঝড় মোখার দাপটে ছন্নছাড়া পরিস্থিতি মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। কয়েক হাজার ঘর-বাড়ি ভেঙেছে বাংলাদেশের কক্সবাজারে। আর মায়ানমারে ছাদ ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে।
রাখাইন: রবিবারই মায়ানমারের সিতওয়া উপকূলে প্রবল গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। সাড়ে ১১ টা নাগাদ আছড়ে পড়ার পর প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে এই ল্যান্ডফল প্রক্রিয়া। এই মোখার দাপটে মায়ানমার ও বাংলাদেশে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। ইতিমধ্যে বাড়ির ছাদ ভেঙে মায়ানমারে তিনজনের মৃত্যু হয়েছে। মায়ানমার ও বাংলাদেশে এই ঝড়ের তাণ্ডবের ছবি দেখুন এই প্রতিবেদনে।