China-Pakistan Friendship: কঠিন সময়ে পাকিস্তানের পাশে ‘বন্ধু’ চিন, নয়া প্রকল্পের সূচনায় বললেন শাহবাজ
দুই দেশ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবে, এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না বলেও জানিয়েছেন তিনি।
ইসলামাবাদ: চিনের সহযোগিতায় তৈরি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সূচনা হল পাকিস্তানে। শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ১২০০ মেগাওয়াটের সেই বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের উদ্বোধন করেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে তৈরি হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চিন-পাকিস্তান বন্ধুত্বের নতুন নিদর্শন বলে মনে করছেন অনেকেই। চিনের সঙ্গে ৩৫০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল পাকিস্তানের। সেই চুক্তি অনুযায়ী, পঞ্জাব প্রদশের চাশমাতে ওই প্লান্ট তৈরি করে দিয়েছে চিন।
দুই দেশ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবে, এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না বলেও জানিয়েছেন তিনি। শাহবাজ শরিফের কথায়, এই প্রকল্প বন্ধুত্বের উপহার। তিনি বলেন, অন্যান্য দেশের জন্যও এই প্রকল্প এক নজির।
আগামী ৭-৮ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন শাহবাজ শরিফ। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে অনেক সস্তায় বিদ্যুৎ মিলতে পারে বলেও জানিয়েছেন তিনি। এভাবে পাকিস্তানের পাশে থাকার জন্য চিনকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। চিনকে সবথেকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি।
পাকিস্তান যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় চিন কীভাবে পাকিস্তানকে আর্থিক সাহায্য করে যাচ্ছে, সে কথাও উল্লেখ করেছেন শরিফ। তিনি জানিয়েছেন, গত চার মাসে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সাহায্য করেছে চিন। এই খারাপ সময়ে সেই সাহায্য যে কতটা গুরুত্বপূর্ণ সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
গত কয়েক মাসে পাকিস্তানের অর্থনীতির রেখচিত্র ক্রমশ নীচের দিকে নেমেছে। চাল, গম, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। তবে সম্প্রতি আইএমএফ ৩০০ কোটি মার্কিন ডলারের অর্থ সাহায্য করেছে পাকিস্তানকে। এছাড়া সৌদি আরব থেকেও কিছুদিন আগে মিলেছে ২০০ কোটি মার্কিন ডলার।