ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার! প্রাণ হারালেন জওয়ান
সে দেশের সংবাদ মাধ্যম অনুযায়ী, গতরাতের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মেজর এম হোসেন, মেজর আয়াজ হোসেন, নায়েক ইনজিমাম আলম ও মহম্মদ ফারুক।
গিলগিট-বালটিস্তান: উদ্ধারকাজ চালাতে গিয়ে ভেঙে পড়ল পাক (Pakistan) হেলিকপ্টার। গিলগিট-বালটিস্তানে যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। যার ফলে প্রাণ হারিয়েছেন ৪ পাক সেনা। শনিবার গভীর রাতে স্কার্দুর সেনা হাসপাতাল থেকে এক সেনার মৃতদেহ নিয়ে আসার সময়েই মিনিমার্গের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
সেনা সূত্রে খবর ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ পাক সেনা। হেলিকপ্টারটিতে ছিলেন মেজর ও নায়েক পদমর্যাদার জওয়ানরা। প্রাথমিক ভাবে যান্ত্রিক গোলযোগের কারণ উঠে এলেও এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানানো হয়েছে পাক সেনা মারফত।
আরও পড়ুন: আগ্নেয়গিরির চাপা ছাই থেকে বেরল ২,০০০ বছর পুরোনো ফাস্ট ফুডের দোকান! কী বিক্রি হত জানেন?
গিলগিট বালটিস্তানের তথ্যমন্ত্রী ফতুল্লা খান ঘটনায় শোক প্রকাশ করেছেন। এর আগেও উত্তরপূর্ব পঞ্জাব প্রদেশে পাক সেনার হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছিল দুই জওয়ানের। সে দেশের সংবাদ মাধ্যম অনুযায়ী, গতরাতের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মেজর এম হোসেন, মেজর আয়াজ হোসেন, নায়েক ইনজিমাম আলম ও মহম্মদ ফারুক।