Pakistanis Reaction on Chandrayaan-3: চন্দ্রযানের অবতরণ নাকি গ্রাফিক্স করা! ভারতের সাফল্য নিয়ে আজব প্রতিক্রিয়া পাকিস্তানিদের

Chandrayaan-3: চন্দ্রযান-৩ অবতরণের পরই শোয়েব চৌধুরী নামক পাকিস্তানের এক ইউটিউবার রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চান। সেখানেই এক ব্যক্তি বলেন, "ভারত চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে। আমরা তো চাঁদেই রয়েছি!"

Pakistanis Reaction on Chandrayaan-3: চন্দ্রযানের অবতরণ নাকি গ্রাফিক্স করা! ভারতের সাফল্য নিয়ে আজব প্রতিক্রিয়া পাকিস্তানিদের
চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে কী বলছে প্রতিবেশী দেশ?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 7:30 AM

ইসলামাবাদ: আর অধরা রইল না চাঁদ। ইসরোর স্বপ্ন সত্যি করে চাঁদে পৌঁছে গেল চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। ইসরোর এই সাফল্যে গর্বিত গোটা দেশ। শুধু দেশের মানুষই নয়, বিশ্বের অন্য়ান্য দেশের তরফেও অভিনন্দন জানানো হয়েছে ভারতের এই সাফল্যের জন্য। চন্দ্রযান-৩-র চাঁদের মাটিতে পৌঁছনোর এই অভিযানের প্রশংসা করেছেন প্রতিবেশী দেশের প্রাক্তন মন্ত্রীও। বুধবার সকালেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি জানিয়েছিলেন যে সে দেশেও যেন চন্দ্রযান-৩ এর অবতরণের লাইভ কভারেজ দেখানো হয়। তবে চন্দ্রযানের সাফল্যের পর পাকিস্তানিরা (Pakistani) কী বলছেন জানেন?

পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব চন্দ্রযান-৩ নিয়ে মুখ না খুললেও, চুপ নেই সে দেশের সাধারণ নাগরিক। চন্দ্রযান-৩ অবতরণের পরই শোয়েব চৌধুরী নামক পাকিস্তানের এক ইউটিউবার রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চান। সেখানেই এক ব্যক্তি বলেন, “ভারত চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে। আমরা তো চাঁদেই রয়েছি!”

এই কথা শুনেই হতবাক হয়ে যান ইউটিউবার। তাঁর পরবর্তী প্রশ্ন করার আগেই ওই যুবক বলেন, “আপনারাই ভাবুন, চাঁদে কি জল আছে? নেই। আমাদের এখানেও নেই। ওখানে গ্যাস আছে? নেই। এখানেও নেই। চাঁদেও বিদ্যুৎ নেই, এখানেও বিদ্যুৎ নেই।”

ওই যুবকের উত্তর শুনেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োর কমেন্টে কেউ লিখেছেন, “পাকিস্তানিদের দারুণ কৌতুকরস রয়েছে”। কেউ আবার লিখেছেন, “লল! এই যুবকের তো স্ট্যান্ডআপ কমেডি করা উচিত”।

অন্যদিকে, এক পাকিস্তানি যুবক আবার মানতেই নারাজ যে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। তাঁর বক্তব্য, “এটা সোশ্যাল মিডিয়ার খবর। আপনারা কি নিজের চোখে দেখেছেন? আসল খবর নয় এটা। লাইভে তো অনেক কিছুই দেখানো হয়। বিশ্বে বড় বড় গ্রাফিক্স ডিজাইনার রয়েছে। তারা ভিডিয়ো এডিট করতেই পারেন।”