Parrot Expose Boyfriend: প্রেমিকার সামনেই প্রেমিকের ‘কেচ্ছা’ ফাঁস করল তোতা

Parrot Expose Boyfriend: একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকগুলি গ্রুপ রয়েছে। যেখানে নেটিজেনরা নিজেদের নাম প্রকাশ না করেই চিন্তাভাবনা শেয়ার করতে পারেন। এবং তারপরে অন্যদের মতামত চান। সম্প্রতি ওই যুবতীও একই কাজ করেছেন। তিনি লিখেছেন, তাঁর প্রেমিকের পোষা একটি পোষ্য তাঁর প্রেমিকের সব রহস্য খুলে দিয়েছে।

Parrot Expose Boyfriend: প্রেমিকার সামনেই প্রেমিকের 'কেচ্ছা' ফাঁস করল তোতা
প্রেমিকের 'কেচ্ছা' ফাঁস করল তোতাImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 8:45 AM

তোতাপাখি বাড়িতে পুষলে অনেকেই তাদের কথা শেখান। মালিকদের দেখে মানুষের মতো কথা বলতে শুরু করে। আসলে, তারা শব্দ অনুলিপি করে এবং সময়ের সাথে সাথে তারা মানুষের মতো কণ্ঠস্বর নকল করতে শুরু করে। তবে অনেক সময় এই আদরের পোষ্যর জন্যই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয় মালিকদের সম্প্রতি, এই ঘটনা ঘটেছে এক যুবকের সঙ্গে। তাঁর পোষা তোতা বান্ধবীকে এমন একটি কথা বলেছিল যে এখন তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়েছেন খোদ ওই যুবকের প্রেমিকা।

একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকগুলি গ্রুপ রয়েছে। যেখানে নেটিজেনরা নিজেদের নাম প্রকাশ না করেই চিন্তাভাবনা শেয়ার করতে পারেন। এবং তারপরে অন্যদের মতামত চান। সম্প্রতি ওই যুবতীও একই কাজ করেছেন। তিনি লিখেছেন, তাঁর প্রেমিকের পোষা একটি পোষ্য তাঁর প্রেমিকের সব রহস্য খুলে দিয়েছে।

পঁচিশ বছরের মেয়েটি লিখেছেন, তিনি একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপরই ঘটনার বিবরণ লেখেন তিনি। জানান, একদিন তিনি তাঁর প্রেমিক জনির বাড়িতে ডিনারে গিয়েছিলেন। সেখানে ছেলেটির বাবা-মাও উপস্থিত ছিলেন। পার্সি নামে তাঁর একটি পোষা তোতা পাখি আছে। সে ক্রমাগত বলে চলে যে পার্সি সারা রাত জেস নামের একটি মেয়ের সঙ্গে কথা বলে। আর বলতে থাকে সে জেসকে ভালোবাসে। অথচ সে তার প্রেমিকের পরিবার এমন কোনও মেয়েকে চেনে না। এ দিকে,সর্বসমক্ষে পোষ্যর এমন কীর্তিতে কার্যত অস্বস্তিতে পড়ে যান জনি।

পরে যখন মেয়েটি জনিকে এই কথা জিজ্ঞাসা করেন তখন জেস তাঁর উপর চিৎকার করেন। এবং ঝগড়া করে বলতে থাকেন, একটি তোতাপাখির কথায় বিশ্বাস করে তিনি তাঁর প্রেমিককে সন্দেহ করছেন। এরপর আর বুঝতে বাকি থাকেনি কিছুই। ওই প্রেমিক প্রেমিকার মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আপাতত মেয়েটি সিঙ্গেলই রয়েছেন।