Nepal Plane Crash: ভিডিয়ো: নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, মৃত অন্তত ৬৭

Nepal: কাসকি জেলার পোখরা এলাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন।

Nepal Plane Crash: ভিডিয়ো: নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, মৃত অন্তত ৬৭
নেপালে বিমান দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 5:40 PM

কাঠমান্ডু: ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। সে দেশের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রিবাহী বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ৭২ আসনের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। সেই আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা। কাসকি জেলার পোখরা এলাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে ইতিমধ্যেই শুরু করেছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৬৭ জনের মৃত্যু খবর সামনে এসেছে। ওই বিমানে পাঁচ জন ভারতীয়ও ছিলেন। তাঁদেরও সকলেরই মৃত্যু হয়েছে।

নেপালের এয়ারপোর্ট অথোরিটির তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে দুই শিশু-সহ মোট ১০ জন বিদেশি নাগরিক ছিল। ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানে ৬৮ জন যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, এক জন আইরিশ, ২ জন কোরিয়ান, এক জন আর্জেন্টিনিয়ান এবং ১ জন ফরাসি নাগরিক ছিলেন। সিভিল এথোরিটি অব নেপাল জানিয়েছে, ওই বিমান সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে উড়েছিল। সেখান থেকে পোখরা বিমানবন্দরে আসছিল। পোখরায় অবতরণের খুব কাছাকাছি চলে এসেছিল বলে জানা গিয়েছে। তার আগে সেতি নদীর ধারে একটি এলাকায় ভেঙে পড়ে। উড়তে শুরু করার ২০ মিনিট পর বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

এই বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দের উড়ে গিয়েছেন তিনি। নেপাল সরকার বিষয়টি মোকাবিলার জন্য ইতিমধ্যেই ক্যাবিনেটের বৈঠকে ডেকেছে।

নেপালের এই বিমান দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি।