PM Modi in Greece: গ্রিসের মাটিতে মোদী, ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন এথেন্সে
৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শেষ বার গ্রিস সফরে গিয়েছিলেন।
এথেন্স: দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের শেষে গ্রিসে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি পৌঁছেছেন গ্রিসের রাজধানী এথেন্স। সেখানে তাঁকে স্বাগত জানান গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেটরিটিস। ইউরোপের এই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই মোদীর এই সফর বলে জানা গিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই সে দেশের গেলেন মোদী। ৪০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিস সফরে গেলেন। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শেষ বার গ্রিস সফরে গিয়েছিলেন।
A special welcome in Athens. 🇮🇳 🇬🇷 pic.twitter.com/XXIgRhCPa4
— Narendra Modi (@narendramodi) August 25, 2023
মোদীর গ্রিসে পৌঁছনোর পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক্স (অতীতের টুইটার)-এ লিখেছেন, “প্রথম বার গ্রিস সফরে গিয়ে ঐতিহাসিক এথেন্স শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রী জর্জ জেরাপেটরিটিস।” বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রিসে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মোদী। সেই সঙ্গে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদী।
VIDEO | Greece President Katerina Sakellaropoulou felicitates PM Modi in Athens. pic.twitter.com/R8UWJVkO0I
— Press Trust of India (@PTI_News) August 25, 2023
মোদী এথেন্সে পৌঁছনোর পর সে দেশের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারুপওলউ মোদীকে সম্বর্ধনা দেন।
#WATCH | A student from a Bollywood dance academy who will perform in front of PM Modi in Athens, Greece says “We are really excited, it is his first visit to Greece. We are really honoured. I have been here for six years and have learnt Indian dance form Bharatanatyam…” pic.twitter.com/gURa27Idfy
— ANI (@ANI) August 24, 2023
Modi in Greece pic.twitter.com/iWLrA9CRgR
— E Chidambaram. (@JaiRam92739628) August 25, 2023
মোদীর গ্রিসে আগমন ঘিরে উৎসবের মেজাজ সে দেশে প্রবাসী ভারতীয়দের মধ্যে। শুক্রবার সকাল থেকেই এথেন্সের বিভিন্ন প্রান্ত মোদীজি কি জয়, জয় হো, চক দের মতো ধ্বনিতে মুখরিত হচ্ছে। সে দেশের প্রবাসীরাও চাইছেন গ্রিসের সঙ্গে ভারতের মজবুত সম্পর্ক।