Narendra Modi in US: গুজরাটে তৈরি হবে Google-এর ফিনটেক সেন্টার, ভারতে বড় বিনিয়োগের ঘোষণা Amazon-এর
Narendra Modi in US: ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি নিয়েও কাজ করার কথা ভাবছে গুগল, যাতে সব ভাষাভাষির মানুষ সহজেই এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে।
ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে আলোচনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে। আর সেই সফরেই নয়া উদ্যোগের কথা জানালেন গুগল-এর সিইও সুন্দর পিচাই। শীঘ্রই ভারতে তথা গুজরাটের মাটিতে তৈরি হবে গুগল-এর গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার। প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতেই একথা জানিয়েছেন পিচাই। গুজরাটের গান্ধীনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটিতে (GIFT) এই সেন্টার খুলবে গুগল।
শুক্রবার সফরের তৃতীয় দিনে আমেরিকার একাধিক তথ্য় ও প্রযুক্তি সংস্থার কর্তার মুখোমুখি হন মোদী। হোয়াইট হাউসে সেই বিশেষ বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্টও। সুন্দর পিচাই ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলা, অ্যাপল-এর সিইও টিম কুক, অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসি প্রমুখ। সুন্দর পিচাই-এর পাশাপাশি এদিন ভারতের বিনিয়োগের কথা বলেন অ্যামাজন কর্তাও।
মোদীর উপস্থিতিতে সুন্দর পিচাই আরও জানিয়েছেন, ভারতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি নিয়েও কাজ করার কথা ভাবছে গুগল, যাতে সব ভাষাভাষির মানুষ সহজেই এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে। গুগল সিইও উল্লেখ করেন, ডিজিটাল ভারত নিয়ে ভাবনায় সময়ের থেকে অনেকটাই এগিয়ে আছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর দাবি, অন্যান্য দেশের কাছে নজির তৈরি করছে ভারত।
অন্যদিকে, ভারতে বিনিয়োগের কথা বলেছেন অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসিও। তিনি বলেন, আমরা ভারতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। ভারতের আরও বেশি সংস্থা যাতে গোটা বিশ্বে তাদের পণ্য বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাও করতে চাই। বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজনের তরফে ভারতে আরও বেশি বিনিয়োগ করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ভারতে ১১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। আর মোদীর উপস্থিতিতে আরও ১৫০০ কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অ্যামাজনের বিনিয়োগ বেড়ে দাঁড়াচ্ছে ২৬০০ কোটি ডলার।