Modi-Biden: প্রধানমন্ত্রীকে লাল টি-শার্ট উপহার বাইডেনের, সাদা অক্ষরে লেখা…
Modi-Biden: ছবিতে দেখা যাচ্ছে, টিম কুক, সত্য নাদেলার মতো প্রযুক্তি সংস্থার কর্তাদের সামনে সেই উপহার গ্রহণ করছেন মোদী।
ওয়াশিটংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের মার্কিন সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী পদে আসার পর একাধিকবার মার্কিন সফরে গিয়েছেন তিনি। তবে এটাই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর বা অফিশিয়াল স্টেট ভিজিট। সেই সফরের শেষ দিনে নরেন্দ্র মোদীকে একটি বিশেষ টি শার্ট উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লাল রঙের টি শার্টের ওপর সাদা হরফে লেখা বিশেষ বার্তা। সেই উপহারের ছবি নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন মোদী। আসলে এই উপহার নিছকই একটা পোশাক মনে হলেও, এতে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বার্তা।
বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বক্তৃতা দেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। শুরুতেই দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়েছিলেন তিনি। A, I- এই দুই অক্ষরেই মোদী বুঝিয়ে ছিলেন দুই দেশের সম্পর্ক। সাধারণত এই দুই শব্দে বোঝানো হয়, ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’। মোদী সেই দুই অক্ষরের ব্যবহার করে বলেছিলেন, “আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের যুগে আরও এক AI (আমেরিকা-ইন্ডিয়া) -র অনেক অগ্রগতি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেছিলেন, ‘গত সাত বছরে অনেক কিছু বদলে গেলেও ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও বেশি গভীর হয়েছে।’
মোদীকে বাইডেনের উপহার দেওয়া সেই টি শার্টে লেখা আছে- ‘দ্য ফিউচার ইজ এআই, আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া’। ছবিতে দেখা যাচ্ছে, টিম কুক, সত্য নাদেলার মতো প্রযুক্তি সংস্থার কর্তাদের সামনে সেই উপহার গ্রহণ করছেন মোদী।
উল্লেখ্য, শুক্রবার বিভিন্ন সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠকে বসেন মোদী ও বাইডেন। বিনিয়োগ, পরিকাঠামো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। তিন দিনের সফরে বাইডেনের সঙ্গে বৈঠক, মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমেরিকা সফর শেষ করে ইজিপ্ট যাচ্ছেন মোদী।