মোদীর ম্যাজিকে ‘ভারতীয়’ হয়ে উঠছেন জর্জিয়া মেলোনি, অতিথিদের এভাবে স্বাগত জানালেন ইটালির প্রধানমন্ত্রী

PM Modi in G7 Meeting: জি৭ বৈঠকে যোগ দিতে ইটালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি জি৭-র বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সাক্ষাৎ করতে পারেন পোপের সঙ্গেও।  

মোদীর ম্যাজিকে 'ভারতীয়' হয়ে উঠছেন জর্জিয়া মেলোনি, অতিথিদের এভাবে স্বাগত জানালেন ইটালির প্রধানমন্ত্রী
ইটালিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী। Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 14, 2024 | 11:10 AM

প্যারিস: ভারতীয় সভ্যতাকে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রমাণ মিলল আবারও। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে জি৭-র সকল অতিথিদের হাতজোড় করে ‘নমস্তে’ বলে স্বাগত জানাতে দেখা গেল। ইটালির প্রধানমন্ত্রীর ভারতীয় সভ্যতার প্রতি এই টান দেখে নেটমহলেও শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে তাঁর ছবি।

জি৭ বৈঠকে যোগ দিতে ইটালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি জি৭-র বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সাক্ষাৎ করতে পারেন পোপের সঙ্গেও।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী ইটালিতে পৌঁছনোর আগেই ভারতীয় রীতিতে যেমন অতিথিদের হাতজোড় নমস্কার করে সম্ভাষণ জানানো হয়, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সেভাবেই স্বাগত জানাতে দেখা গেল।  ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েনকে হাতজোড় করে স্বাগত জানান। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ়কেও নমস্তে বলে স্বাগত জানান তিনি।

ইটালির অ্যাপুলিয়াতে ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জি৭ সামিট হচ্ছে। সামিটের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যোগ দেন।

বৃহস্পতিবার রাতে ইটালিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ তিনি জি৭ বৈঠকে যোগ দেবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেওয়ার পর এটাই প্রথম বিদেশ সফর নরেন্দ্র মোদীর।