PM Modi G7 summit: রওনা দিলেন মোদী, তার আগেই ইটালিতে খালিস্তানিদের তাণ্ডব!

PM Modi G7 summit: বৃহস্পতিবার (১৩ জুন), ইটালির উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এই গোষ্ঠীর সদস্য নয়। তবে, ভারতকে আউটরিট কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে। ৫০তম জি৭ বৈঠকে এই নিয়ে এগারোতমবার অংশ নেবে ভারত।

PM Modi G7 summit: রওনা দিলেন মোদী, তার আগেই ইটালিতে খালিস্তানিদের তাণ্ডব!
মোদী ইটালিতে আসার আগেই কলুসিত গান্ধী মূর্তিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 13, 2024 | 9:04 PM

নয়া দিল্লি: জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে, বৃহস্পতিবার (১৩ জুন), ইটালির উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এই গোষ্ঠীর সদস্য নয়। তবে, ভারতকে আউটরিট কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে। ৫০তম জি৭ বৈঠকে এই নিয়ে এগারোতমবার অংশ নেবে ভারত। আর প্রধানমন্ত্রী মোদী এই সম্মেলনে যোগ দিচ্ছেন পঞ্চমবারের মতো। মূল সম্মেলনের পাশাপাশি, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্গ্র মোদী। তবে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় নাম নেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। তবে, দ্বিপাক্ষিক বৈঠকের কোনও পরিকল্পনা নেই।

বস্তুত কানাডার সঙ্গে, বিশেষ করে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে, গত কয়েক বছর ধরেই ভারতের সম্পর্ক ভাল যাচ্ছে না। কানাডার মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে খালিস্তানিরা। ভারতের পক্ষ থেকে এই নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু, তারপরও টরন্টোর দিক থেকে এই বিষয়টির মোকাবিলা করার কোনও সদিচ্ছা দেখা যায়নি। উপরন্ত ভারত মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো। গত বছরের ১৮ জুন কানাডার ভ্যাঙ্কুভারের সারে শহরে, ভিন্দ্রানওয়াল টাইগার ফোর্স জঙ্গি গোষ্ঠীর নেতা, হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পিছনে মোদী সরকারের হাত ছিল বলে দাবি করেছে কানাডা সরকার। যদিও, এখনও তাদের অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ দিতে পারেনি কানাডা। এই পরিস্থিতিতে ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে নারাজ মোদী সরকার।

এদিকে প্রধানমন্ত্রী মোদী ইটালিতে পৌঁছনোর আগেই, সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তিকে কলুসিত করেছে খালিস্তানি জঙ্গিরা। জি৭ বৈঠকে ইটালি সফরে এসে, মহাত্মা গান্ধীর এই মূর্তিটি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু, তার আগেই মূর্তিটির গায়ে বিভিন্ন অবমাননাকর গ্রাফিতি এঁকে দেওয়া হয়েছে। এই বিষয়ে ইটালি কর্তৃপক্ষ বলেছে, রেকর্ড সময়ে তাঁরা মূর্তিটি পরিষ্কার করে দেবেন।

জি৭ গোষ্ঠীর সদস্যরা হল – মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, কানাডা এবং জাপান। এবারের শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, জি৭ শীর্ষ সম্মেলনে ভারত যে প্রতি বছরই ডাক পাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক সমস্যাগুলির মোকাবিলায় নয়াদিল্লিকে কতটা পাশে চায় আন্তর্জাতিক মহল। এরপর সুইজারল্যান্ডে আয়োজিত শান্তি সম্মেলনেও অংশ নেবে ভারত বলে জানিয়েছেন তিনি।