PM Modi-Emmanuel Macron Friendship: স্পেশাল ডিনার, একসঙ্গে বিমান সফর, মোদী-ম্যাক্রঁর বন্ধুত্ব গাইছে ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’
PM Modi France Visit: মোদী-ম্যাক্রঁর বন্ধুত্বের আসল নজির দেখা যায় যখন তারা একসঙ্গে বিমানে চড়ে মার্সেলিতে যান। সেখানে অবতরণ করলেই প্রধানমন্ত্রী মোদীর জন্য ওয়ার্কিং ডিনারের ব্যবস্থা করেন।

প্যারিস: মোদী-ম্যাক্রঁর বিশেষ বন্ধুত্ব। গোটা বিশ্ব দেখল সেই সম্প্রীতির ছবি। ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে খোলা হাতে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। দেশের এত কাজ, দায়িত্বভার, তবু ভারতের প্রধানমন্ত্রীর জন্যই নিজের সমস্ত সময়টা বরাদ্দ করে দিলেন ম্যাক্রঁ।
সফরের প্রথম দিনেই প্রেসিডেন্ট ম্যাক্রঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ ডিনারের আয়োজন করেন। পরেরদিন, এআই অ্যাকশন সামিটেও প্রধানমন্ত্রী মোদীকে সঙ্গ দেন তিনি। ভারত-ফ্রান্সের যৌথ উদ্যোগেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
দুই দেশের বন্ধুত্বের নজির দেখা যায় ইন্ডিয়া-ফ্রান্স সিইও ফোরাম অনুষ্ঠানেও, যেখানে তারা অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ কীভাবে মিলিত উদ্যোগে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

মোদী-ম্যাক্রঁর বন্ধুত্ব।
মোদী-ম্যাক্রঁর বন্ধুত্বের আসল নজির দেখা যায় যখন তারা একসঙ্গে বিমানে চড়ে মার্সেলিতে যান। সেখানে অবতরণ করলেই প্রধানমন্ত্রী মোদীর জন্য ওয়ার্কিং ডিনারের ব্যবস্থা করেন।
আজ প্রধানমন্ত্রী যখন মার্সেলিতে ভারতীয় কনসুলেট উদ্বোধন করেন, তখনও সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ। আইটিইআর প্রজেক্ট ও মার্সেলি বন্দরেও তারা একসঙ্গে যাবেন।
প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশে সফরে গিয়েছেন এবং অ্যাপায়ন পেয়েছন। তবে কোনও রাষ্ট্রপ্রধানের এমন তৎপরতা ও বন্ধুত্বের সম্পর্কের ছবি অত্যন্ত বিরল।





