Russia-Ukraine Crisis: ইউক্রেন নিয়ে সংঘাতের মাঝেই মার্কিন সাবমেরিনকে তাড়া রাশিয়ান যুদ্ধজাহাজের!

US Submarine: রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় রাশিয়ার জলসীমায় কুরলি দ্বীপের কাছে সেনা মহড়া চলাকালীন মার্শাল শাপোশনিকভ নামের রাশিয়ান যুদ্ধজাহাজের নজরে পড়ে মার্কিন সেনা বাহিনীর ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন।

Russia-Ukraine Crisis: ইউক্রেন নিয়ে সংঘাতের মাঝেই মার্কিন সাবমেরিনকে তাড়া রাশিয়ান যুদ্ধজাহাজের!
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 3:21 PM

ওয়াশিংটন: বেশ কিছুদিন ধরেই রাশিয়া- ইউক্রেন সংঘাত (Russia- Ukraine Conflict) নিয়ে আড়াআড়ি বিভক্ত আন্তর্জাতিক মহল। একদিকে রাশিয়ান আগ্রসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলি অন্যদিকে ইউক্রেন ইস্যুতে কাছাকাছি আসতে শুরু করেছে রাশিয়া ও চিন। রাশিয়ার দাবি, পশ্চিমী সংবাদমাধ্যম ও বেশ কিছু দেশ উদ্দেশ্য নিয়ে বিশ্বব্যাপি রাশিয়ার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকেদের অনেকেই মনে করছেন যেকোনও মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া। এই আবহে আমেরিকা- রাশিয়া চাপানউতর ক্রমেই বাড়ছিল। সংঘাতে আরও বাড়ার ইঙ্গিতও মিলেছে। শনিবার রাশিয়ার তরফে জানানো হয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের নিকট মার্কিন সাবমেরিনকে ধাওয়া করে রাশিয়ার জলসীমা থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে রাশিয়ার অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। যদিও মার্কিন সেনাবাহিনীর পক্ষে থেকে রাশিয়ার বক্তব্য অস্বীকার করা হয়েছে।

রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় রাশিয়ার জলসীমায় কুরলি দ্বীপের কাছে সেনা মহড়া চলাকালীন মার্শাল শাপোশনিকভ নামের রাশিয়ান যুদ্ধজাহাজের নজরে পড়ে মার্কিন সেনা বাহিনীর ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন। বিদেশ মন্ত্রকের তরফে বিশদে বিবরণ না দেওয়া হলেও জানানো হয়েছে, মার্কিন সাবমেরিনটি যখন কোনও সতর্কবার্তা মানেনি তখন রাশিয়ার তরফে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং গতি বাড়িয়ে সাবমেরিনটি রাশিয়ান জলসীমার বাইরে বেরিয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মস্কোতে আমেরিকার প্রতিরক্ষা আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। “রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় সীমান্তে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন লঙ্ঘনের ঘটনায়, মস্কোতে মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা আধিকারিককে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।” জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

অন্যদিকে মার্কিন সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, “রাশিয়ার দাবির কোনও সত্যতা নেই। আমরা রাশিয়াতে কোনও ধরনের সাবমেরিন অভিযান চালাইনি।” মার্কিন নৌসেনার ইন্দো- প্রশান্ত কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন কাইল রেইনস জানিয়েছেন, মার্কিন সাবমেরিনের অবস্থান নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তবে তিনি জানিয়েছেন, “আমরা আন্তরজাতিক জলসীমায় নিরাপদে উড়তে পারি, জাহাজ চালাব এবং কাজ করব।” জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত কুরিলস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়িষ্ণু দিনগুলিতে সোভিয়েত সৈন্যদের দ্বারা দখল করার পর থেকে মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত উরুপের কুরিল দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে বলেই দাবি মস্কোর। এই নিয়ে আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা