SCO Summit: ‘বিচ্ছিন্ন করুন, ফাঁস করে দিন ওদের…’, SCO সামিটে সুর চড়াল ভারত

SCO Summit: বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত বলেছে, নিয়ন্ত্রণ না করা হলে আঞ্চলিক এবং গোটা বিশ্বের শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদ। কাজাখস্তানের রাজধানী আস্তানায়, বসেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অব হেডস অব স্টেট সামিট। ব্যস্ততার জন্য এই শীর্ষ বৈঠকে যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন, তাঁর বদলে বৈঠকে তাঁর বক্তব্য তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

SCO Summit: 'বিচ্ছিন্ন করুন, ফাঁস করে দিন ওদের...', SCO সামিটে সুর চড়াল ভারত
এসসিও শীর্ষ সম্মেলনে এস জয়শঙ্করImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 7:08 PM

আস্তানা: যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, নিরাপদে থাকতে দেয় এবং প্রশ্রয় দেয়, সেই দেশগুলিকে বিচ্ছিন্ন করতে এবং তাদের আসল রূপ ফাঁস করার আহ্বান জানাল ভারত। বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত বলেছে, নিয়ন্ত্রণ না করা হলে আঞ্চলিক এবং গোটা বিশ্বের শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদ। কাজাখস্তানের রাজধানী আস্তানায়, বসেছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অব হেডস অব স্টেট সামিট। ব্যস্ততার জন্য এই শীর্ষ বৈঠকে যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন, তাঁর বদলে বৈঠকে তাঁর বক্তব্য তুলে ধরেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, এসসিও গোষ্ঠীর মূল লক্ষ্যগুলির অন্যতম হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। একবারও কোথাও নাম করা হয়নি, তবে, ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল লক্ষ্য ছিল চিন ও পাকিস্তান, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

নরেন্দ্র মোদী যোগ দিতে না পারলেও, এদিনের শীর্ষ বৈঠকে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদের সামনেই জয়শঙ্কর বলেন, “আমাদের অনেকেরই সন্ত্রাসবাদের মোকাবিলা করার অভিজ্ঞতা হয়েছে। যা প্রায়শই আমাদের সীমানার ওই পাড়ে উদ্ভূত হয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। সন্ত্রাসবাদ, তা যে কোনও আকার বা প্রকাশেই হোক না কেন, তাকে ন্যায়সঙ্গত বলা যায় না বা ক্ষমা করা যায় না।” এই প্রসঙ্গেই তিনি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া, নিরাপদে রাখা এবং প্রশ্রয় দেওয়া দেশগুলিকে বিচ্ছিন্ন করে, তাদের আসল চেহারা ফাঁস করার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়কে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিষ্পত্তি করতেই হবে। সন্ত্রাসবাদে তহবিল জোগান এবং নতুন লোক নিয়োগ প্রতিরোধ করার উপর জোর দেন তিনি। যুব সমাজের মধ্যে মৌলবাদের বিস্তার রোধ করার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। জয়শঙ্কর জানিয়েছেন, এসসিও গোষ্ঠী ভারতের বিদেশ নীতিতে এক বিশিষ্ট স্থানে রয়েছে। তিনি জানান, ভারত সবসময়ই এসসিও গোষ্ঠীর দেশগুলির প্রতি মানব-কেন্দ্রিক সহয়োগিতার হাত বা়িয়ে দিয়েছে। এসসিও মিলেট ফুড ফেস্টিভ্যাল, এসসিও ফিল্ম ফেস্টিভ্যাল, এসসিও সুরজকুন্ড ক্রাফট মেলা, এসসিও থিঙ্ক-ট্যাঙ্ক সম্মেলন এবং বৌদ্ধ ঐতিহ্যের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ভারত।

এই শীর্ষ সম্মেলনে সফল আয়োজনের জন্য কাজাখস্তান সরকারকে অভিনন্দন জানিয়েছে ভারত। এরপর এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে চিন। এর জন্য বেজিং-কে আগাম শুভেচ্ছাও জানিয়েছে ভারত। মাস কয়েক আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তাঁর মৃত্যুর জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন এস জয়শঙ্কর। পরে সোশ্যাল মিডিয়ায় জয়শঙ্কর লেখেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে এসসিও কাউন্সিল অব স্টেটস-এর শীর্ষ সম্মেলনে ভারতের বিবৃতি প্রদান করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একটানা তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানানোয়, উপস্থিত নেতাদের ধন্যবাদ জানাই।”