Shooting: অভিযুক্ত ‘বিপজ্জনক’, কয়েক ঘণ্টার ব্যবধানে শিকাগোর ৩ জায়গায় বন্দুকবাজের হামলা

Chicago shooting: জোলিয়েট পুলিশের প্রধান উইলিয়াম ইভান্স জানান, জোলিয়েটের একটি বাড়ির ভিতর থেকে প্রথমে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারপর উইন কাউন্টির ২টি বাড়ি থেকে আরও ৬ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অভিযুক্ত ২৩ বছর বয়সি ন্যান্সে 'সশস্ত্র এবং বিপজ্জনক' জানিয়ে ইভান্স বলেন, "২৯ বছরের পুলিশের চাকরির জীবনে আমি সম্ভবত এত খারাপ অপরাধ দেখিনি।"

Shooting: অভিযুক্ত 'বিপজ্জনক', কয়েক ঘণ্টার ব্যবধানে শিকাগোর ৩ জায়গায় বন্দুকবাজের হামলা
প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 23, 2024 | 7:45 AM

শিকাগো: ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার শিকাগো শহরের তিন জায়গায় কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুকবাজের গুলিতে মোট ৮ জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল। একই ব্যক্তি তিন জায়গায় হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তবে হামলাকারী খুব বিপজ্জনক বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

মার্কিন পুলিশ সূত্রে খবর, শিকাগো শহরের জোলিয়েট, উইন কাউন্টির ৩টি বাড়িতে বন্দুকবাজের হামলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একেবারে বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করা গিয়েছে। ধৃতের নাম রোমিও ন্যান্সে। সে লাল রঙের একটি টয়োটা গাড়িতে করে গিয়ে বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। তবে কেন অভিযুক্ত একাজ করল তা এখনও স্পষ্ট নয়। তার খোঁজে তল্লাশি চলছে।

জোলিয়েট পুলিশের প্রধান উইলিয়াম ইভান্স জানান, জোলিয়েটের একটি বাড়ির ভিতর থেকে প্রথমে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারপর উইন কাউন্টির ২টি বাড়ি থেকে আরও ৬ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অভিযুক্ত ২৩ বছর বয়সি ন্যান্সে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ জানিয়ে ইভান্স বলেন, “২৯ বছরের পুলিশের চাকরির জীবনে আমি সম্ভবত এত খারাপ অপরাধ দেখিনি। গুলি চালানো থেকে গুলিবিদ্ধ হওয়ার পর আর্তেরও কোনও আওয়াজ শোনা যায়নি।” যে লাল গাড়িটি করে ন্যান্সে হামলা চালাতে গিয়েছিল, সেই গাড়িটির নম্বর ধরে খোঁজ শুরু হয়েছে বলে জানান তিনি।