কাছাকাছি আসছে ভারত ও তালিবান, আতঙ্কে ঘুম উড়েছে পাকিস্তানের
ভারত এখনও তালিবানকে সরকারি স্বীকৃতি দেয়নি।
জ্যোতির্ময় রায়: আমেরিকা সেনা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে আফগানিস্তানের (Afghanistan) আঞ্চলিক ও রাজনৈতিক সমীকরণ। সে দেশের ৩৭০ জেলার মধ্যে ৫০ জেলাতেই তালিবানদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এই জেলাগুলিতে সমান্তরাল ভাবে তালিবান সরকার চলছে। আফগানিস্তানের রাজনৈতিক অঙ্ক থেকে তালিবানদের উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। তাই এখন ভারত-তালিবান সম্পর্ক নিয়ে ভাবনা-চিন্তার সময় এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।
মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে যে সরকার গড়ে উঠবে তাতে তালিবানদের সক্রিয় ভূমিকা থাকবে বলেই মনে করেন অনেকে। এমন পরিস্থিতিতে তালিবানের সঙ্গে ভারত সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করছে। তালিবানদের প্রতি ভারতের এই দৃষ্টিভঙ্গিই পাকিস্তানে আতঙ্ক সৃষ্টি করেছে। কারন আফগানিস্তানে ভারত বন্ধু দেশ হিসেবেই গ্রাহ্য হয়। ভারত দীর্ঘদিন ধরে আফগানিস্তানের পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছে, যা অস্বীকার করতে পারে না তালিবানরাও।
ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে, ভারত সম্প্রতি তালিবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি বদলেছে, তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তালিবানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। আমেরিকার সমস্ত বিরোধিতা সত্ত্বেও পাকিস্তান তালিবানদের সাহায্য করে আসছে। বর্তমানে আঞ্চলিক সমীকরণ বদলানোর ফলে তালিবান ও পাকিস্তানের সম্পর্কে পরিবর্তন চোখে পড়ছে। অন্যদিকে এর ফলে ভারত ও তালিবানদের সম্পর্ক অনেকটা ভালোর দিকে এগিয়েছে। আফগানিস্তানের সঙ্গে ভারতের সু-সম্পর্ক রয়েছে। এ বার যদি তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্কটা ঝালিয়ে নেওয়া যায়, তাহলেই আফগানিস্তানে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সু-সম্পর্ক থাকবে।
উল্লেখ্য, ভারত এখনও তালিবানকে সরকারি স্বীকৃতি দেয়নি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। কান্দাহার বিমান হাইজ্যাকিংয়ের ঘটনার মতো পরিস্থিতি এখন আর নেই।
১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন দ্বারা শাসিত ছিল। সেই সময় আমেরিকা, পাকিস্তান এবং আরব দেশ আফগান যোদ্ধাদের (মুজাহিদিন) অর্থ ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছিল। সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পরে আফগান যোদ্ধারা মুজাহিদীন গোষ্ঠীর অধীনে এক ছাতার তলায় চলে আসে। এই গ্রুপের নাম হয় তালিবান।
আরও পড়ুন: ভারতে ছড়ানো ডেল্টাই বিশ্বের সবচেয়ে সংক্রামক স্ট্রেন: হু