PM Narendra Modi: ‘এটা যুদ্ধের সময় নয়’, আবারও একই বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi in Poland: পোল্যান্ড-ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন চার দশকে প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে গেলেন নরেন্দ্র মোদী, একইভাবে ইউক্রেন সফরেও এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন। 

PM Narendra Modi: 'এটা যুদ্ধের সময় নয়', আবারও একই বার্তা প্রধানমন্ত্রীর
পোল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: AP
Follow Us:
| Updated on: Aug 22, 2024 | 6:56 AM

ওয়ারশো: ৪৫ বছরে প্রথমবার, পোল্যান্ডে পা রাখলেন ভারতীয় কোনও প্রধানমন্ত্রী। আর বন্ধু দেশে পা রেখেই বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধ নিয়ে দিলেন বড় বার্তা। ইউক্রেন সফর শুরুর আগে ফের একবার তাঁর মুখে শোনা গেল, “দিস ইজ নট অ্যান এরা অব ওয়ার” (এটা যুদ্ধের সময় নয়)।

পোল্যান্ড-ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন চার দশকে প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে গেলেন নরেন্দ্র মোদী, একইভাবে ইউক্রেন সফরেও এই প্রথম ভারতীয় কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন।

পোল্যান্ডে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত স্থায়ী শান্তির পক্ষে। আমাদের অবস্থান খুব স্পষ্ট- এটা যুদ্ধের সময় নয়। এই সময় হল একসঙ্গে এগিয়ে এসে মানবতাকে চ্যালেঞ্জ করে এমন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করার। তাই ভারত কূটনীতি ও আলোচনাতেই বিশ্বাস করে।”

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এসসিও সামিটেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের পরিবর্তিত বিদেশনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “বহু দশক ধরে ভারতের নীতি ছিল সমস্ত দেশের সঙ্গে দূরত্ব বজায় রাখা। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আজ ভারতের নীতি হল সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আজকের ভারত সকলের সঙ্গে যোগাযোগ রাখতে চায়। আজকের ভারত সকলের সঙ্গে পা মিলিয়ে চলে এবং সকলের লাভের কথা ভাবে। তাই আজ বিশ্ব ভারতকে বিশ্ব বন্ধু হিসাবে সম্মান করে।”

প্রসঙ্গত, পোল্যান্ড সফর শেষে আগামিকাল, ২৩ অগস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে সম্প্রতিই তিনি রাশিয়া সফরেও গিয়েছিলেন। দুই দেশের যুদ্ধ থামাতে একাধিকবার মধ্যস্থতাকারীর কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)