Bangladesh: বাংলাদেশের দুই ছাত্র সমন্বয়কের গাড়িতে ট্রাকের ধাক্কা, খুনের চেষ্টা?

Bangladesh: গত জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই আন্দোলনে ছাত্র সমন্বয়কের ভূমিকা পালন করেন হাসনাত ও সারজিস।

Bangladesh: বাংলাদেশের দুই ছাত্র সমন্বয়কের গাড়িতে ট্রাকের ধাক্কা, খুনের চেষ্টা?
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে দুই ছাত্র সমন্বয়কের গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 9:36 AM

ঢাকা: গাড়িতে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম বাংলাদেশের দুই ছাত্র সমন্বয়ক। আহত দুই ছাত্র সমন্বয়ক হলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুই ছাত্র সমন্বয়ককে খুনের চেষ্টা করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত জুলাই মাসের শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই আন্দোলনে ছাত্র সমন্বয়কের ভূমিকা পালন করেন হাসনাত ও সারজিস। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। সেখানে গিয়েছিলেন দুই ছাত্র সমন্বয়ক। সেখান থেকে ফেরার পথে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। বরাত জোরে রক্ষা পান হাসনাত ও সারজিস।

দুই সমন্বয়ককে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন কোটা সংস্কার আন্দোলনের মুখ্য আয়োজক আব্দুল হান্নান মাসুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাকচালক দাবি করেছেন, ময়মনসিং থেকে মালপত্র এনে কক্সবাজারে এসেছিলেন। এখানে মালপত্র নামান। কিন্তু, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুই সমন্বয়ককে খুনের চেষ্টার অভিযোগ বিক্ষোভ মিছিলের ডাক দেন আব্দুল হান্নান।

ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।