Mamata in Dubai: ‘ভারতে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম দশে বাংলা’, বাণিজ্যিক সম্পর্কের নতুন চ্যাপ্টার চাইছেন UAE মন্ত্রী

Mamata Banerjee: পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে চান সংযুক্ত আরব আমিরশাহী মন্ত্রী। জানালেন, ভারতের বিভিন্ন ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী যে বিনিয়োগ করেছে, তার প্রথম দশের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে বললেন, 'পশ্চিমবঙ্গ আমাদের বেসরকারি সেক্টর এবং অন্যান্য বিভিন্ন সেক্টরের জন্য অনেক সুবিধা রয়েছে।'

Mamata in Dubai: 'ভারতে বিনিয়োগের ক্ষেত্রে প্রথম দশে বাংলা', বাণিজ্যিক সম্পর্কের নতুন চ্যাপ্টার চাইছেন UAE মন্ত্রী
সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েউদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 12:22 AM

দুবাই: শুক্রবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনেও যোগ দেন উভয়ে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে চান সংযুক্ত আরব আমিরশাহী মন্ত্রী। জানালেন, ভারতের বিভিন্ন ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী যে বিনিয়োগ করেছে, তার প্রথম দশের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে বললেন, ‘পশ্চিমবঙ্গ আমাদের বেসরকারি সেক্টর এবং অন্যান্য বিভিন্ন সেক্টরের জন্য অনেক সুবিধা রয়েছে।’

খনি, পরিবহণ, পর্যটন, অচিরাচরিত শক্তি ও প্রযুক্তি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়েও আগ্রহী আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের রফতারিকারকদের জন্যও যে সংযুক্ত আরব আমিরশাহী বৈদেশিক বাণিজ্যের একটি ভাল জায়গা, সেকথাও বললেন তিনি। হানি বিন আহমেদ আল জ়েউদির কথায়, ‘মধ্য প্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলির বাজারে বাণিজ্যের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী পশ্চিমবঙ্গের রফতানিকারকদের জন্য একটি গেটওয়ে হয়ে উঠছে।’ বাংলার কৃষিজ সম্পদ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছেন সংযুক্ত আর আমিরশাহীর মন্ত্রী।

সে দেশের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর যথেষ্ট আশাবাদী বাংলার সঙ্গে মরু দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। বললেন, ‘এটা আমাদের নতুন যাত্রার কেবল সূচনা মাত্র। আমি নিশ্চিত শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে লক্ষ্য রয়েছে, তা এই যাত্রায় আরও সাহায্য করবে এবং দ্বিপাক্ষিক উন্নয়নে এক নতুন চ্যাপ্টার উঠে আসবে।’ এদিনের বৈঠকে বিনিয়োগের যে বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে, সেগুলির উপরেও আরও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন হানি বিন আহমেদ আল জ়েউদি।