Rishi Sunak: গায়ে চাপানো বুলেটপ্রুফ জ্যাকেট, অনুপ্রবেশ রুখতে অভিযান প্রধানমন্ত্রী সুনকের, গ্রেফতার ১০৫

Illegal Immigrants: আগামী বছরই ব্রিটেনে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ঠিক তার আগেই প্রধানমন্ত্রী সুনক বেআইনিভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াইকেই সরকারের প্রধান লক্ষ্য স্থির করে দিয়েছেন।

Rishi Sunak: গায়ে চাপানো বুলেটপ্রুফ জ্যাকেট, অনুপ্রবেশ রুখতে অভিযান প্রধানমন্ত্রী সুনকের, গ্রেফতার ১০৫
প্রধানমন্ত্রী ঋষি সুনক।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 8:22 AM

লন্ডন: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্রিটেন প্রশাসন। চলছে অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযান। এবার সেই অভিযানে যোগ দিলেন খোদ প্রধানমন্ত্রীও। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও যোগ দিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে, তাঁকে পুলিশ আধিকারিকদের সঙ্গে তল্লাশি অভিযান চালাতে দেখা গেল। ব্রিটেন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তল্লাশি অভিযানে ২০টি দেশ মিলিয়ে মোট ১০৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

চলতি সপ্তাহেই উত্তর লন্ডনের ব্রেন্টে ব্রিটিশ সরকারের তরফে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হয়। সেই অভিযানেই যোগ দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।  ৪৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে দেখা যায় বুলেটপ্রুফ জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছেন। কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।

আগামী বছরই ব্রিটেনে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ঠিক তার আগেই প্রধানমন্ত্রী সুনক বেআইনিভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াইকেই সরকারের প্রধান লক্ষ্য স্থির করে দিয়েছেন। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সুয়েল্লা ব্রাভেরম্যান বলেন, “বেআইনিভাবে কাজ করার জেরে আমাদের সমাজ প্রভাবিত হচ্ছে। সৎ কর্মীরা কাজ পাচ্ছেন না, এদিকে সরকারের ঝুলিও ফাঁকা হচ্ছে, কারণ কোনও কর জমা দিচ্ছেন না তাঁরা। প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে লড়াই শুরু করছেন। আইনের অপব্য়বহার ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোখার বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পরিযায়ীদের কাছে এই চোরাপথে কার্মসংস্থান অত্যন্ত  আকর্ষণীয় প্রস্তাব, সেই কারণেই তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিটেনে চোরাপথে প্রবেশ করছেন। আজকের এই অভিযান সেই অনুপ্রবেশের বিরুদ্ধেই কড়া বার্তা।”

বৃহস্পতিবার ব্রিটেন জুড়ে চলা অভিযানে মোট ১৫৯টি জায়গায় অভিযান চালানো হয়, যেখানে বিনা অনুমতিতে কাজ করানো হচ্ছিল পরিযায়ী শ্রমিকদের দিয়ে। এরমধ্যে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে গাড়ি ধোয়ার সংস্থা, সেলুন ও বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। ২০ টি দেশের মোট ১০৫ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মোটা টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।