Volodymyr Zelensky: টুইটারে একটি শব্দ পোস্ট করেই মন জয় জ়েলেনস্কির, উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও
Russia-Ukraine Conflict: জ়েলেনস্কির এই টুইটার পোস্টের পর বিভিন্ন ব্র্যান্ড ও সেলিব্রিটিদের তরফে সেই টুইট রিটুইট করে একটি শব্দে নিজেদের বর্ণনা পেশ পোস্ট করা হচ্ছে।
কিয়েভ: প্রায় ছ’মাসের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চলছে। দুই দেশের কূটনীতিকদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। সামরিক শক্তিতে রাশিয়ার থেকে অনেকটা পিছিয়ে থেকেও প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির (Volodymyr Zelensky) নেতৃত্ব প্রাণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেন। শুক্রবার জ়েলেনস্কির একটি সোশ্যাল মিডিয়া পোস্টই সকলের মন জয় করে নিয়েছে। শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে জ়েলেনস্কি ইংরিজিতে লেখেন ‘Freedom’, যার বাংলা অর্থ ‘স্বাধীনতা’। ইউক্রেনের প্রেসিডেন্টের এই পোস্ট ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং।
Freedom
— Володимир Зеленський (@ZelenskyyUa) September 2, 2022
জ়েলেনস্কির এই টুইটার পোস্টের পর বিভিন্ন ব্র্যান্ড ও সেলিব্রিটিদের তরফে সেই টুইট রিটুইট করে একটি শব্দে নিজেদের বর্ণনা পেশ পোস্ট করা হচ্ছে। টুইটারে ব্যক্তি বা ব্র্যান্ডের সবচেয়ে শনাক্তযোগ্য বৈশিষ্ট্য বা গুণমানের সংক্ষিপ্ত বিবরণ ইতিমধ্যেই ট্রেন্ডিং। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনীয় প্রেসিডেন্টের পোস্ট করা ‘স্বাধীনতা’ শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনেকে আবার মনে করছেন এই বিশেষ শব্দের মাধ্যমে ইউক্রেনীয়দের লড়াইয়ের কথা তুলে ধরতে চেয়েছেন প্রেসিডেন্টে জ়েলেনস্কি।
— News in Support of Ukraine (@uasupport999) September 2, 2022
সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ১ হাজার শব্দ দিয়ে তৈরি নিজের আঁকা একটি ছবি পোস্ট করে জ়েলেনস্কি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে জ়েলেনস্কির পোস্ট ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। প্রায় ১ লক্ষ ৬৮ হাজার মানুষ পোস্টটিতে লাইক করেছেন এবং ১৬ হাজার ৮০০ বার পোস্টটি রিটুইট করা হয়েছে। জ়েলেনস্কির এই টুইটার পোস্ট এতটাই জনপ্রিয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিসের তরফে এই পোস্টের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।