উত্তাল আমেরিকা! ট্রাম্পপন্থীদের হামলায় আইন প্রণেতাদের ঠাঁই হল আন্ডারগ্রাউন্ড টানেলে
কংগ্রেস চেম্বারে চড়াও হন উগ্র সমর্থকরা। তাদের আটকাতে মূল দরজা লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিস।
ওয়াশিংটন: ভেঙে গিয়েছে জানালা। লন্ডভন্ড মার্কিন ক্যাপিটল। উগ্র ট্রাম্প (Donald Trump) সমর্থকদের হামলায় মার্কিন কংগ্রেসের আইন প্রণেতাদের আশ্রয় নিতে হল আন্ডারগ্রাউন্ড টানেলে। বুধবার মার্কিন কংগ্রেসে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার জন্য অধিবেশন চলছিল। তখনই ক্যাপিটলে চড়াও হন উগ্র ট্রাম্প সমর্থকরা।
Holy shit pic.twitter.com/dofEG2SmqP
— Jim Newell (@jim_newell) January 6, 2021
অধিবেশন চলাকালীন ট্রাম্প ও আমেরিকার পতাকা নিয়ে ক্যাপিটল ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ট্রাম্প সমর্থকরা।পরিস্থিতি বদলায় দ্রুত গতিতে। নিরাপত্তা আধিকারিকরা জানান, আরও চড়াও হচ্ছে হাজারো ট্রাম্প সমর্থক। তখন হাউসের সার্জেন্ট অ্যাট আর্মস পল ইরভিং ভবনকে নিরাপদে রাখার কথা জানান। কিন্তু পরিস্থিতিতে সহজে নিয়ন্ত্রণে আসেনি। ধীরে ধীরে হাউস ও সেনেটের সংযোগস্থলে উত্তেজিত আমেরিকাবাসীদের ভিড় বাড়তে থাকে। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি আইন প্রণেতাদের শান্ত হয়ে বসার কথা জানান।
The ransacked office of the Senate Parliamentarian: pic.twitter.com/E7PsSgoAEX
— Ali Zaslav (@alizaslav) January 7, 2021
ওদিকে উগ্র ট্রাম্প সমর্থকদের আটকাতে কাঁদানে গ্যাসের সেল ফেটেছে, চলেছে গুলিও। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে ক্যাপিটল ছেড়ে বেরিয়ে যান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এমন পরিস্থিতিতে ঘটনার জন্য রিপাবলিকানদের দোষারোপ করতে শুরু করে ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট স্টিভ কোহেন বলেন, “ডাকুন আপনার বন্ধু ট্রাম্পকে।” এরপর কংগ্রেস চেম্বারে চড়াও হন উগ্র সমর্থকরা। তাদের আটকাতে মূল দরজা লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিস। ডেমোক্র্যাট ডিন ফিলিপস গ্র্যান্ড ওল্ড পার্টিকে দায়ী করে বলেন, “যা হচ্ছে তার কারণ আপনারা।”
আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে সংঘর্ষ: মৃত বেড়ে ৪, ওয়াশিংটনে কার্ফু
এরপর আইন প্রণেতাদের চেম্বার ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। তখন আন্ডারগ্রাউন্ড টানেলে আশ্রয় নেন বেশ কয়েকজন। সব মিলিয়ে চরমে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রাণ হারিয়ে প্রাক্তন মার্কিন বিমানবাহিনীর এক মহিলা কর্মকর্তা। আমেরিকার অন্দরে তো বটেই বিশ্বের সব প্রান্ত থেকে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।