ক্যাপিটলে হামলার জের, তড়িঘড়ি পদত্যাগ একাধিক শীর্ষ কর্তার
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, রবার্ট ছাড়াও উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার (Matt Pottinger) ও ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেল(Chris Liddell)-ও পদত্যাগের পরিকল্পনা করছেন।
ওয়াশিংটন: কাউকেই পাশে পাচ্ছেন না ট্রাম্প! ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার পর একে একে পদত্যাগ করছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-র মুখ্য সহায়করা। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথু(Sarah Matthew) ও ফার্স লেডির চিফ অব স্টাফ স্টেফানি গ্রিসহ্যাম (Stephanie Grisham)। পদত্যাগ করতে পারেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন(Robert O’Brien)।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, রবার্ট ছাড়াও উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার (Matt Pottinger) ও ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেল(Chris Liddell)-ও পদত্যাগের পরিকল্পনা করছেন।
পদত্যাগের পালা শুরু হয় স্টেফানির হাত ধরে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প(Melania Trump)-র চিফ অব স্টাফ স্টেফানি গ্রিসহ্যাম ক্যাপিটলে হামলার ঘটনা সামনে আসার পর বুধবারই পদত্যাগ করেন। টুইট করে তিনি জানান, “হোয়াইট হাউসে দেশের সেবা করতে পেরে আমি গর্বিত। মেলানিয়া ট্রাম্পের সঙ্গে শিশুদের সাহায্য করার মিশনের অংশ হতে পেরে ও প্রসাসনের অনেক সাফল্যের অংশ হতে পেরেও আমি গর্বিত।”
It has been an honor to serve the country in the @WhiteHouse . I am very proud to have been a part of @FLOTUS @MELANIATRUMP mission to help children everywhere, & proud of the many accomplishments of this Administration. Signing off now – you can find me at @OMGrisham ❤️??
— Stephanie Grisham (@StephGrisham45) January 7, 2021
আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে সংঘর্ষ: মৃত বেড়ে ৪, ওয়াশিংটনে কার্ফু
ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথুও পদত্যাগ করার পর বলেন, “আমি অবিলম্বে আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমাদের দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর প্রয়োজন।”
এক সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা(Rickie Niceta)-ও নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে এই বিষয়ে তিনি নিজে বা হোয়াইট হাউস (White House)-র তরফে কোনও তথ্য জানানো হয়নি।
বুধবার হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটদের মধ্যে বৈঠক চলাকালীনই হাজার হাজার ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হাউসের সামনে উপস্থিত হয় এবং বিদায়ী প্রেসিডেন্টের সপক্ষে স্লোগান দিতে থাকেন। ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ের মধ্যে ঢোকার চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল। গুলিতে চারজনের মৃত্যুও হয়। পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনে জারি করা হয়েছে কার্ফু (Curfew)।
হামলার ঘটনায় বিশ্ব নেতারা সমালোচনা করার পরই ট্রাম্পের একাধিক সহায়কের পদত্যাগের বিষয়টি সামনে আসে। এই ঘটনায় কার্যতই স্পষ্ট যে, ডোনাল্ড ট্রাম্প নিজে হার মানতে না চাইলেও শীর্ষকর্তারা সত্যকে স্বীকার করে নিয়েছেন এবং গতকালের ঘটনায় লজ্জায় পড়েই তড়িঘড়ি পদত্যাগ করছেন।
আরও পড়ুন: ক্যাপিটলে হামলায় উস্কানি, বন্ধ করা হল ট্রাম্পের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট