USA Dead cows: রক্তপাত ছাড়াই কেটে বাদ পুরো জিভ, টেক্সাসে রহস্যময় মৃত্যু একের পর এক গরুর

USA Texas Dead cows: রহস্যময় পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে গত কয়েকদিনে একের পর এক গরুর দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে ধন্দে পড়েছে টেক্সাস কর্তৃপক্ষ। এই জটিল রহস্যের কোনও সমাধান এখনও পর্যন্ত খুঁজে পায়নি তারা।

USA Dead cows: রক্তপাত ছাড়াই কেটে বাদ পুরো জিভ, টেক্সাসে রহস্যময় মৃত্যু একের পর এক গরুর
টেক্সাসের লংহর্ন ক্রস গরু (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 9:20 AM

ওয়াশিংটন: মুখের একপাশের চামড়া তুলে নেওয়া হয়েছে, তবে তার নীচে থাকা মাংসে একটা কাটা দাগ পর্যন্ত নেই। জিভ সম্পূর্ণরূপে কেটে বাদ দেওয়া হয়েছে। আর পুরো কাজটা এতটাই সূক্ষ্মতার সঙ্গে করা হয়েছে যে, এতটুকু রক্তপাত ঘটেনি। আশপাশের এলাকা দেখে বোঝা যাচ্ছে কোনওরকম সংঘর্ষও ঘটেনি। এই রকম রহস্যময় পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশে গত কয়েকদিনে একের পর এক গরুর দেহ উদ্ধার হয়েছে। একটি-দুটি নয়, সব মিলিয়ে এখনও পর্যন্ত ছয়টি। কীভাবে ওই ছয়টি গরুকে হত্যা করা হয়েছে এবং তাদের দেহ বিকৃত করা হয়েছে, এই নিয়ে ধন্দে পড়েছে টেক্সাস কর্তৃপক্ষ। এই জটিল রহস্যের কোনও সমাধান এখনও পর্যন্ত খুঁজে পায়নি তারা।

এই ঘটনার সূত্রপাত হয়েছে গত বুধবার (১৯ এপ্রিল)। ম্যাডিসন কাউন্টিতে একটি হাইওয়ের পাশে একটি ছয় বছর বয়সী লংহর্ন ক্রস গরুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই কাউন্টির শেরিফের কার্যালয়ের এক সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, দারুণ সূক্ষ্মতার সঙ্গে গরুটির মুখের একপাশের চামড়ার আবরণ সরিয়ে ফেলা হয়েছিল। নীচে থাকা মাংসের স্তরে অবশ্য সামান্য কাটার চিহ্নও ছিল না। কোনও রক্তপাত ছাড়াই শরীর থেকে জিহ্বা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছিল। প্রাণীটির চারপাশের ঘাস একেবারে অক্ষত ছিল, কোনও লড়াইয়ের চিহ্ন ছিল না। ওই এলাকায় কোন টায়ারের ছাপ বা কারও পায়ের ছাপও ছিল না।

এই ঘটনার পর, পরপর পাঁচটি গরুর দেহ একইভাবে পাওয়া গিয়েছে। কোনও একটি নির্দিষ্ট স্থানে নয়, টেক্সাসের বিভিন্ন স্থান থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। সবকটি ক্ষেত্রেই গরগুলির জিভ সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। একপাশ হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। চোয়ালের রেখা বরাবর চামড়া কেটে বাদ দেওয়া হয়েছে এবং রক্ত ​​বা কোনও অস্থিরতার চিহ্ন মাত্র ছিল না। কর্তৃপক্ষের মতে, দুটি গরুর ক্ষেত্রে দেহে কিছু অস্বাভাবিক চিহ্ন ছিল। মলদ্বার এবং বাহ্যিক যৌনাঙ্গ অপসারণের জন্য বৃত্তাকারভাবে তাদের দেহ কাটা হয়েছিল। কিন্তু, গরুগুলির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে