Sudan Crisis: ৪০০-রও বেশি মৃত্য়ু, প্রায় সাড়ে ৩ হাজার আহত! প্রাণ বাঁচাতে ঝুঁকি নিয়েই সুদানে জারি উদ্ধারকাজ

Sudan Evacuation: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিগত নয় দিন ধরে সুদানে গোলাগুলি-সংঘর্ষে এখনও অবধি ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৩৫১ জন।

Sudan Crisis: ৪০০-রও বেশি মৃত্য়ু, প্রায় সাড়ে ৩ হাজার আহত! প্রাণ বাঁচাতে ঝুঁকি নিয়েই সুদানে জারি উদ্ধারকাজ
সুদানে জারি উদ্ধারকাজ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 10:27 AM

খারতুম: ক্রমশ জটিল হয়ে উঠছে সুদানের পরিস্থিতি (Sudan Crisis)। দিনে দিনে সংঘর্ষ বেড়ে চলেছে সুদানের সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে। আর দুই বাহিনীর সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিগত নয় দিন ধরে চলা সুদানের সংঘর্ষে রফা সূত্র মেলেনি এখনও। এদিকে, গোলাগুলি-সংঘর্ষে এখনও অবধি ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৩৫১ জন। সুদানের সেনা ও প্য়ারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষের জেরে ভিন দেশের নাগরিকরাও আটকে পড়েছেন। যুদ্ধবিরতি ঘোষণা হলে আটকে পড়া ভারতীয় ও অন্যান্য় দেশের নাগরিকদের উদ্ধার করে আনা হবে, এমনটাই ঠিক করা হয়েছিল প্রথমে, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার গোলাবর্ষণের মাঝেই নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে আনছে ভারত, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব সহ একাধিক দেশ।

রাষ্ট্রপুঞ্জের শিশু সুরক্ষা সংস্থার তরফে জানানো হয়েছে, সুদানের সংঘর্ষে কমপক্ষে নয়জন শিশুর মৃত্যু হয়েছে। ৫০ জনেরও বেশি শিশু গুরুতর আহত হয়েছে সংঘর্ষে। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “সুদানের স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০টি শশ্মান কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। আরও ১২টি শশ্মান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

সুদানের সংঘর্ষ থামার নাম নেই বলেই তড়িঘড়ি ভারত, আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ খারতুম থেকে তাদের রাষ্ট্রদূত ও নাগরিকদের উদ্ধার করে আনার কাজ শুরু করেছে। অন্যদিকে, সুদানের সাধারণ নাগরিকরাও প্রাণ বাঁচাতে কাঁটাতারের বেড়া পার করে মিশরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা পালাতে পারেননি, তারা বোমা-বিস্ফোরণের মাঝেই নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছেন। চরম খাদ্য, পানীয় জল ও বিদ্য়ুৎ সঙ্কট দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

কীভাবে উদ্ধারকাজ চালাচ্ছে বিভিন্ন দেশ?

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী জেদ্দায় দুটি সি-১৩৯জে সামরিক বিমানকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধাও সুদান বন্দরে পৌঁছেছে।  আকাশ ও জলপথে সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হবে।
সৌদি আরবই প্রথম দেশ, যারা সুদান থেকে নিজেদের নাগরিকদের উদ্ধার করে আনতে সক্ষম হয়েছে। শনিবার সৌদি প্রশাসন্র তরফে জানানো হয়, সুদান বন্দর থেকে দেশ-বিদেশের রাষ্ট্রদূত, আধিকারিক সহ ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। এরমধ্য়ে ভারত, বাংলাদেশ সহ একাধিক দেশের নাগরিকরাও ছিলেন।
সৌদি আরবের পরই মার্কিন সেনাও খারতুম থেকে মার্কিন কূটনীতিবিদ ও তাদের পরিবারকে উদ্ধার করে আনে। রবিবারও মার্কিন সেনা তিনটি চিনুক হেলিকপ্টার পাঠায় খারতুম থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের উদ্ধারের জন্য। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও জানিয়েছেন, সুদানে আটকে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করে আনা হয়েছে। ফ্রান্সও বিশেষ বিমানে করে শতাধিক নাগরিককে উদ্ধার করে এনেছে।