Khalistani Terrorist Killed: কানাডায় গোষ্ঠী সংঘর্ষে মৃত খালিস্তানি জঙ্গি সুখা দুনেকে
Khalistani Terrorist: কানাডার উইনিপেগ শহরে সুখা দুনেকের মৃত্য়ু হয়। খালিস্তানি জঙ্গি সংগঠনের অন্তর্কলহই সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষেই মৃত্য়ু হয় সুখদুল সিং ওরফে সুখা দুনেকের। 'এ' তালিকাভুক্ত এই গ্যাংস্টারকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে।
ওটায়া: কানাডায় গোষ্ঠী সংঘর্ষে মৃত খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) সুখদুল সিং ওরফে সুখা দুনেকে (Sukha Duneke)। এমনটাই সূত্রের খবর। যে মুহূর্তে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে ভারত-কানাডার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, সেই মুহুর্তেই খালিস্তানি জঙ্গি সুখা দুনেকের মৃত্যু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি অর্শদীপ সিং ওরফে অর্শ দালার ঘনিষ্ঠ সহকারী ছিলেন সুখা। গোষ্ঠী সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী সুখদুলকে হত্য়ার দায় স্বীকার করে নিয়েছে।
জানা গিয়েছে, কানাডার উইনিপেগ শহরে সুখা দুনেকের মৃত্য়ু হয়। খালিস্তানি সংগঠনের অন্তর্কলহই সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষেই মৃত্য়ু হয় সুখদুল সিং ওরফে সুখা দুনেকের। কানাডায় খালিস্তানি কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল সুখা। ‘এ’ তালিকাভুক্ত এই গ্যাংস্টারকে ‘ওয়ান্টেড’ হিসাবে ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে। ২০১৭ সালে সুখা দুনেকে ভুয়ো তথ্য দেখিয়ে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স জোগাড় করে এবং পঞ্জাব থেকে কানাডায় পালিয়ে যায়। সেই সময় দুই পুলিশকর্মী তাঁকে সাহায্য করেছিলেন। পরে পঞ্জাবের মোগা পুলিশ তাঁদের গ্রেফতার করে।
সম্প্রতিই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু নিয়ে ভারত-কানাডার মধ্যে বিবাদ শুরু হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে দাবি করেন, কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের সম্ভাব্য যোগ নিয়ে তদন্ত করছে। ভারতের তরফে এই দাবি খারিজ করে দেওয়া হয় তৎক্ষণাৎ।
সূত্র মারফত জানা গিয়েছে, জি-২০ সম্মেলনে যখন যোগ দিতে ভারতে এসেছিলেন জাস্টিন ট্রুডো। সেই সময়ও তিনি নিজ্জরের মৃত্য়ু নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে অভিযোগ জানিয়েছিলেন। তখনও সেই দাবি খারিজ করে দেওয়া হয়। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পরই আচমকা কানাডার তরফে জানানো হয়, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে। এই চুক্তি স্থগিত করার পিছনে কানাডার তরফে কোনও ব্যাখ্যা না দেওয়া হলেও, খালিস্তানি নেতার মৃত্যু ও তা নিয়ে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান কূটনীতিকদের।
বিগত কয়েকদিনে দুই দেশের মধ্যে বিরোধ এতটাই বেড়েছে যে দুই দেশই একে অপরের একাধিক রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। ভারত ও কানাডা-উভয় দেশই তাদের নাগরিকদের জন্য ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।