Tunnel : টানেলের ভিতর থেকেই দেখা যাবে খোলা আকাশ, দেখুন ভিডিয়ো
Tunnel : চিনের গ্রিন টানেলের থেকে দেখা যায় খোলা আকাশ। টানেলের উপর খোলা হওয়ায় দমবন্ধকর পরিস্থিতি তো একেবারেই নেই।
বেজিং : বিশ্বের বৃহত্তম টানেলের ছবির সঙ্গে অনেকেই পরিচিত। হয়ত চাক্ষুষও করেছেন অনেকে। এমন টানেল কি দেখেছেন, যার জানালা রয়েছে? হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। টানেলের রয়েছে খোলা ছাদ। টানেল দিয়ে যাওয়ার সময় খালি আকাশও দেখতে পাবেন যাত্রীরা। আর এই টানেল দেখতে যেতে হবে চিনে। টানেল দিয়ে যাওয়ার সময় প্রাণ খুলে নিতে পারবেন নিঃশ্বাসও।
চিনের গুয়াংঝোউয়ের গ্রিন টানেল তার সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের বৃহত্তম ও রাজধানী শহর হল গুয়াংঝোউ। এই শহরেই রয়েছে জানালা দেওয়া টানেল। টানেল বলতে পাহাড়ের কোলে বদ্ধ সড়কপথই বুঝি আমরা। কিন্তু এই টানেলের ছাদ খোলা।
Have you ever seen a #tunnel with open windows on the top?
The tunnel in Guangzhou boasts a unique open-air design not only to meet lighting &ventilation requirements, but also to reduce air and noise pollution &to provide emergency evacuation exits.
Credit: Douyin user CR9113 pic.twitter.com/8fj6sRO6t1
— QinduoXu (@QinduoXu) September 11, 2022
টানেলের উপর খোলা হওয়ায় দমবন্ধকর পরিস্থিতি তো একেবারেই নেই। বরং যাতায়াতের সময় খোলা আকাশ দেখা যাবে। টানেলের উপরে রয়েছে সবুজ ঘাসও। টানেলের উপর খোলা হওয়ার জন্য জরুরি পরিস্থিতিতে কাজে আসতে পারে এবং পাশাপাশি এর ফলে বায়ু ও শব্দ দূষণ কমতে পারে বলে অনেকের ধারণা। ২০০০ সালে এই টানেলটি তৈরি হয়। এই টানেল তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ২৮০ লক্ষ ডলার টাকা।