Climb Stairs : এই সিঁড়িতে চড়তে সাহস লাগে, চেষ্টা করবেন নাকি?
Climb Stairs : চিনের ফুক্সি মাউন্টেনে রয়েছে এক সিঁড়ি। রোমাঞ্চ যাঁরা ভালবাসেন তাঁদের জন্য একদম উপযুক্ত জায়গা এই ফুক্সি মাউন্টেন।
বেজিং : বিভিন্ন সময়ে কথাবার্তার সময় একটি শব্দবন্ধনীর খুব ব্যবহার রয়েছে। তা হল স্বর্গের সিঁড়ি। আদৌ এর কোনও অস্তিত্ব রয়েছে কি না তা আলোচনাসাপেক্ষ। তবে স্বর্গের সিঁড়ির খোঁজে যাঁরা গুগল সার্চ করে থাকেন তাঁরা অন্য নামে খোঁজ নিলে হয়তো স্বর্গের সিঁড়ির খোঁজ পেলে পেতেও পারেন।
হ্য়াঁ ঠিকই। গুগলে সার্চ অপশনে গিয়ে লিখুন ফুক্সি মাউন্টেন (Fuxi Mountain)। সেখানেই কিছু বেরিয়ে আসবে। তার মধ্যে একটি স্কাই স্টেয়ারওয়ের ছবি দেখতে পাবেন। দেখে সত্যিই মনে হতে পারে, যেন স্বর্গের সিঁড়ি। এই সিঁড়ির রঙও ধবধবে সাদা। বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে শীর্ষেও ওঠা যায়। চলে যাওয়া যায় আকাশের খুব কাছে। তবে এই সিঁড়ির দু’দিকে কোনও রেলিং নেই। সিঁড়ি দিয়ে ওঠার সময় চারপাশে শুধু শূন্যতা। শহরটাকে এক পলক দেখে নেওয়া যায়।
Would you dare to climb these stairs?
?Fuxi Mountain, Xinmi, Henan Province
Credit: Douyin user 375759111 pic.twitter.com/jyrylJPH34
— QinduoXu (@QinduoXu) August 27, 2022
চিনের হেনান প্রদেশের জিনমির ফুক্সি মাউন্টেন এলাকায় রয়েছে এই সিঁড়ি। চিনে এরকম ভয়ানক কিছু স্থাপত্য রয়েছে যা বিশ্বের একাধিক পর্যটককে আকৃষ্ট করে। আর কোনও পর্যটক যদি রহস্য ও রোমাঞ্চের খোঁজ করে বেড়ান তাহলে এই জায়গা আপনার জন্যই উপযুক্ত।