Dawood Ibrahim: দাউদকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান? কী বললেন পাক বিদেশমন্ত্রী
Bilawal Bhutto Zardari: ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের প্রধান চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচির ক্লিফটনে রয়েছেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। পাকিস্তানের আশ্রয়ে দাউদ নিরাপদে রয়েছেন বলে দাবি ভারতের। ২০০৩ সাল থেকেই দাউদের মাথার দাম ২৫ মিলিয়ন ডলার দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
নয়াদিল্লি: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলাওয়াল যে দিন ভারতে এসেছেন, সেদিনই কাশ্মীরে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ভুট্টোকে বেনজির আক্রমণ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাক বিদেশমন্ত্রীকে ‘জঙ্গি ইন্ডাস্ট্রির মুখপাত্র’ বলেও কটাক্ষ করেছেন জয়শঙ্কর। ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী নয় বলেও জানিয়েছিলেন। পাকিস্তানে জঙ্গিদের আশ্রয়, কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও উঠে এসেছে। তা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন পাক বিদেশমন্ত্রী। বিখ্যাত মাফিয়া ডন এবং মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে ভারতে ফেরাবে কিনা সে প্রশ্ন করা হয়েছিল পাক বিদেশমন্ত্রীকে। তার জবাবও দিয়েছেন বিলাওয়াল।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া হিমঘরে চলে যাওয়ার জন্য ভারতকে দায়ী করেছেন। এমনকি কাশ্মীর নিয়ে ভারতের নীতির সমালোচনা করেছেন। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের প্রধান চক্রী দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচির ক্লিফটনে রয়েছেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। পাকিস্তানের আশ্রয়ে দাউদ নিরাপদে রয়েছেন বলে দাবি ভারতের। ২০০৩ সাল থেকেই দাউদের মাথার দাম ২৫ মিলিয়ন ডলার দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। এই দাউদকে ভারতের হাতে তুলে দেবে? এই প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেছেন, “২০১৯ সালের ৫ অগস্ট ভারত যখন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করল তখনই দুদেশের শান্তি প্রক্রিয়া হিমঘরে চলে গিয়েছে।”
দাউদের পাশাপাশি লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদ, জৈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজাহার, হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সৈয়দ সালাউদ্দিন এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী আব্দুল রউফ আসঘর ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে। কিন্তু তাঁরা সকলেই পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে অভিযোগ। যদিও সে সব নিয়ে মুখ খোলেননি বিলাওয়াল। দাউদকে ফেরানোর ব্যাপারেও কোনও মন্তব্য করেননি। উল্টে তিনি পাকিস্তানের মুখ বাঁচাতে ভারতকে দোষারোপের পথ বেছে নিয়েছেন।