Budget 2021: আয়কর থেকে ভ্যাকসিন, নির্মলার ৯ বড় প্রস্তাব
করোনা আবহে এই বাজেট (Budget 2021) অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
১. পঁচাত্তর-ঊর্ধ্বদের দিতে হবে না আয়কর
অতিমারির আবহে এই বাজেটে ৭৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের জন্য বড় ঘোষণা ছিল এদিন। ৭৫ বছরের বেশি বয়সিদের এবার থেকে করে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে বলে এদিন ঘোষণা করলেন নির্মলা সীতারামন। পেনশন প্রাপকদের কোনও আয়কর রিটার্ন দিতে হবে না বলে প্রস্তাব আনা হয় এদিন। ব্যাঙ্কের পেনশনে টিডিএস কাটা হবে না বলেও জানান অর্থমন্ত্রী। দেরীতে পিএফ জমা দিলেও অতিরিক্ত কর জমা দিতে হবে না।
২. ব্যাঙ্কের হাল ফেরাতে ‘ব্যাড ব্যাঙ্ক’
নির্মলা সীতারামন তাঁর বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ফেরাতে ‘ব্যাড ব্যাঙ্ক’ ঘোষণার প্রস্তাব আনলেন। অনুৎপাদক ঋণ বা নন পারফরমিং অ্যাসেট (NPA) আদায়ে এই ব্যাড ব্যাঙ্কগুলি কাজ করবে। এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক পরিকাঠামোয় যেমন বদল আসবে, তেমনই পরোক্ষভাবে উপকার হবে সাধারণ গ্রাহকেরও। একইসঙ্গে সরকারি ব্যাঙ্কগুলির হাল ফেরাতে ২০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রস্তাব আনা হয়েছে।
৩.বাংলা পেল সড়কপথ, ফ্রেট করিডর
পশ্চিমবঙ্গের জন্য ৬৭৫ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির প্রস্তাব এল বাজেটে। কলকাতা-শিলিগুড়ি জাতীয় সড়কের সংস্কারেও ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পণ্য সরবরাহে সুবিধার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ফ্রেট করিডর। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি প্রস্তাব ঘোষণা করেন অর্থমন্ত্রী। অন্যদিকে ডানকুনি থেকে গেমো পর্যন্ত ফ্রেট করিডরের সংস্কারের প্রস্তাবও রাখা হয়েছে। সড়ক ব্যবস্থার উন্নতিতে অন্যান্য রাজ্যগুলির মধ্যে উল্লেখ যোগ্যভাবে কেরলেও ১১০০ কিলোমিটার রাস্তা সংস্কারের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চা শিল্পে দেশকে এগিয়ে নিয়ে যেতে অসম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিক কল্যাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, এই আর্থিক বরাদ্দের মাধ্যমে বিশেষ উপকৃত হবেন বাংলা ও অসমের চা শ্রমিকরা।
৪. কৃষকদের জন্য বড় ঘোষণা
কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধ পরিকর কেন্দ্র সরকার। কৃষি ঋণ বা এগ্রিকালচার লোনের লক্ষ্য বাড়ানো হয়েছে। দেড় লক্ষ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এতদিন এই অঙ্কটি ১৫ লক্ষ কোটি টাকা ছিল। এবার তা ১৬.৫ লক্ষ কোটি হবে। ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-এর ক্ষেত্রেও উৎপাদন মূল্য দেড়গুণ দেওয়ার প্রস্তাব। এতে উপকৃত হবেন ১.২ কোটি কৃষক।
৫. করোনার ভ্যাকসিনে ৩৫ হাজার কোটি
অতিমারির আবহে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতিমারিকে রুখতে এবারের বাজেটে বিশেষ কোন ঘোষণা থাকে তা জানতে মুখিয়ে ছিলেন দেশবাসী। অর্থমন্ত্রী করোনা ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ প্রস্তাব রাখেন এই বাজেটে। অন্যদিকে পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত মিশনেও ৬৪১৮৪ কোটি টাকা খরচ করা হবে। এই প্রকল্প ন্যাশনাল হেল্থ মিশন থেকে আলাদা। এর জন্য খরচও পৃথকভাবেই করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
৬. মধ্যবিত্তদের জন্য ভাল খবর! গৃহঋণে বড় ছাড়
এ বছর কেউ নতুন বাড়ি কিনতে চাইলে গৃহঋণের উপর মিলবে ১.৫ লক্ষ টাকা কর ছাড়। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে কেউ যদি নতুন বাড়ি কেনেন তা হলে এই সুবিধা পাবেন।
৭. বিমায় বিদেশি বিনিয়োগ বেড়ে ৭৪ শতাংশ
বিমায় বিদেশি বিনিয়োগ বাড়ানো হল। আগে যা ৪৯ শতাংশ ছিল, এবার থেকে তা ৭৪ শতাংশের প্রস্তাব। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের জন্য ২০ হাজার কোটি টাকার বরাদ্দ প্রস্তাব রাখা হয় এদিনের বাজেটে।
৮. রেলেও বরাদ্দের প্রস্তাব
রেলের জন্য বরাদ্দ প্রস্তাব হল ১.১ লক্ষ কোটি টাকা। মেক ইন ইন্ডিয়ায় জোর দিয়েই এগিয়ে যেতে চায় রেল। ২০৩০ সালের মধ্যে রেলের পরিকাঠামোকে আরও উন্নত করতে ন্যাশনাল রেল প্ল্যান কেন্দ্রের।
৯. অলাভজনক সংস্থা বিক্রির প্রস্তাব
যেসব সংস্থায় লাভ হচ্ছে না, সেগুলি বিক্রির প্রস্তাব উঠে এসেছে এবারের বাজেটে। এয়ার ইন্ডিয়া, পবনহংস বেসরকারিকরণের প্রস্তাবও রয়েছে।