Budget 2021: নতুন ফ্ল্যাট কিনলে কতটা ছাড় পাবেন আয়করে?

আয়কর স্ল্যাবে খুব একটা পরিবর্তন আসেনি এবারের বাজেটে (Budget 2021)। ৭৫ বছরের বেশি বয়সীদের আয়কর ছাড়, ব্যাঙ্ক পেনশনে টিডিএস বাদ দেওয়া ছাড়া, তেমন বড় ঘোষণা হয়নি।

Budget 2021: নতুন ফ্ল্যাট কিনলে কতটা ছাড় পাবেন আয়করে?
Budget 2021 : ফাই চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 1:55 PM

নয়া দিল্লি: আয়কর স্ল্যাবে খুব একটা পরিবর্তন আসেনি এবারের বাজেটে (Budget 2021)। ৭৫ বছরের বেশি বয়সীদের আয়কর ছাড়, ব্যাঙ্ক পেনশনে টিডিএস বাদ দেওয়া ছাড়া, তেমন বড় ঘোষণা হয়নি। কিন্তু প্রত্যক্ষ ভাবে রাজকোষে ঘাটতি তৎসহ বাজারে টাকা আনতে নতুন ফ্ল্যাট কেনায় চমক দিল নির্মলার বাজেট। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, নতুন ফ্ল্যাট কিনলে আয়করে ছাড় মিলবে দেড় লক্ষ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে যেভাবে নতুন ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহ বাড়বে মধ্যবিত্ত মানুষের। তেমনই সরকারি রাজকোষে পরোক্ষ ভাবে আসবে রাজস্ব। সংস্কারের পথে হেঁটেছেন নির্মলা। বিমায় বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সীমা বাড়ার সঙ্গে সঙ্গেই জোয়ার আসে শেয়ার বাজারে। বিকেলে বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ২ হাজারের বেশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬০০ অঙ্কের দোরগোড়ায়। নিফটিও ৬৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮১ পয়েন্ট ছাড়িয়েছে।

আরও পড়ুন: Budget 2021 in Bengali LIVE: ৭৫-ঊর্ধ্বদের দিতে হবে না আয়কর, দেখে নিন আর কী নজর

বাজেট পেশের আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সরকার পরোক্ষভাবে মানুষকে টাকা দিতে চাইবে। তখনও একাধিক বিশেষজ্ঞের মুখে ছিল আয়করে খুব একটা পরিবর্তন না আসার কথা। বাজেট পেশের পরে সে বিষয়ই দেখা গেল। আয়কর স্ল্যাবে কোনও পরিবর্তনের কথা বলেননি নির্মলা সীতারামন। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। করোনা ভ্যাকসিনের জন্যও ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে আম জনতাকে বাড়ি কেনায় উৎসাহ দিতেই ফ্ল্যাটে নয়া ঘোষণা করলেন নির্মলা, এমনটাই মত বিশেষজ্ঞদের।