Union Budget 2023: প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ঘোষণা বাজেটে, জানুন কী কী সুবিধা পাওয়া যাবে
Union Budget 2023: অর্থমন্ত্রীর নয়া ঘোষণায় বয়স্করা উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নয়া দিল্লি : মহিলাদের জন্য নয়া স্কিম আনার পাশাপাশি সিনিয়র সিটিজেন বয়স্কদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে সাধারণ বাজেটে। বয়স্কদের জন্য নতুন কোনও যোজনার কথা ঘোষণা করা হয়নি। তবে, যে সব সেভিংস স্কিম চালু আছে, সেগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বয়স্করা উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এ টাকা জমা রাখার উর্ধ্বসীমা ছিল ১৫ লক্ষ। সেই সীমা বাড়িয়ে করা হল ৩০ লক্ষ। অপর একটি স্কিম মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমের ক্ষেত্রেও বাড়ানো হল টাকা জমানোর উর্ধ্বসীমা। একক অ্যাকাউন্টের ক্ষেত্রে সাড়ে ৪ লক্ষ থেকে সেই সীমা বাড়িয়ে ৯ লক্ষ করা হল ও যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সীমা বাড়িয়ে ৯ লক্ষ থেকে ১৫ লক্ষ করা হল।
৬০ বছর বয়সের পর যাতে নিয়মিত টাকা পাওয়া যায়, সেই কারণেই এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম চালু করা হয়েছিল। ফিক্সড ডিপোজিটের থেকে এই স্কিমে অনেক বেশি সুদে টাকা পাওয়া যায়। ৭.৪ শতাংশ সুদে রিটার্ন পাওয়া যায়। এই স্কিমের মেয়াদ ৫ বছর। আরও ৩ বছরের জন্য সেই মেয়াদ বাড়ানো যেতে পারে।
এছাড়া মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস করা যায় পোস্ট অফিসে। ৬.৬ শতাংশ হারে এই সুদ পাওয়া যায় এই স্কিমে। এটির মেয়াদও ৫ বছর। বয়স বেড়ে যাওয়ার পর রোজগারে যাতে কোনও অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করতেই এই স্কিম চালু করা হয়েছিল।