Union Budget 2023: তৈরি হবে ১৫৭টি নার্সিং কলেজ, বাজেটে ২০৪৭ সালের মধ্যে অ্য়ানিমিয়া দূরীকরণের শপথ অর্থমন্ত্রীর

Budget Allocation for Health Sector: এ দিনের বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "আগামী ২০৪৭ সালের মধ্য়ে অ্যানিমিয়া দূরীকরণের জন্য একটি নতুন মিশন আনা হচ্ছে।"

Union Budget 2023: তৈরি হবে ১৫৭টি নার্সিং কলেজ, বাজেটে ২০৪৭ সালের মধ্যে অ্য়ানিমিয়া দূরীকরণের শপথ অর্থমন্ত্রীর
স্বাস্থ্যখাতে কত টাকা বরাদ্দ বাড়ালেন অর্থমন্ত্রী?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 4:21 PM

নয়া দিল্লি: পেশ করা হল কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023)। বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রেল থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে আয়কর-যাবতীয় খাত নিয়েই ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রতিবারই বাজেটে স্বাস্থ্য খাতে (Health Sector) বিশেষ জোর দেওয়া হয়।তবে করোনা সংক্রমণের কারণে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা সামনে উঠে এসেছিল। ২০২১-২২ ও ২০২২-২৩ সালের বাজেটে সেই কারণে স্বাস্থ্য় খাতে বিশেষ জোর দেওয়া হয়। ২০২৩-২৪ সালের বাজেটেও এবার অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতে বেশ কিছু প্রস্তাব পেশ করলেন। ২০৪৭ সালের মধ্যে অ্যানিমিয়া দূরীকরণ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে নতুন নার্সিং কলেজ তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

এ দিনের বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “আগামী ২০৪৭ সালের মধ্য়ে অ্যানিমিয়া দূরীকরণের জন্য একটি নতুন মিশন আনা হচ্ছে। এই মিশনের অধীনে সাধারণ মানুষ, বিশেষত আদিবাসী অঞ্চল যেখানে অ্য়ানিমিয়ার সমস্যা রয়েছে, সেখানে সচেতনতা তৈরি করা হবে। শূন্য থেতে ৪০ বছর বয়সীদের মধ্যে ৭ কোটি মানুষের ইউনিভার্সাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির সহায়তায় এই প্রকল্পকে বাস্তবায়ন করা হবে।”

এবারের বাজেটে স্বাস্থ্য খাতে কী কী ঘোষণা হল-

১. ২০২৩-২৪ অর্থবর্ষের জিডিপির ২.১ শতাংশ খরচ করা হবে স্বাস্থ্য খাতে। অর্থাৎ বাজেটে এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৩৫০ কোটি টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ করা হল। গতবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ২.১ শতাংশ। মোট ৮৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল স্বাস্থ্যখাতে।

২.অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালে সরকার ক্ষমতায় আসার পর মোট ১৫৭টি মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে। এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী দেশের গুরুত্ব জায়গায় নতুন ১৫৭টি নার্সিং কলেজ তৈরি করা হবে বলে প্রস্তাব দেন।

৩. এবারের বাজেটে অর্থমন্ত্রীর আরও একটি বড় ঘোষণা হল আইসিএমআরের ল্যাবরেটরিগুলিকে ব্যবহারের অনুমতি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টিরা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্য়াল রিসার্চ বা আইসিএমআরের ল্যাবরেটরিগুলিকে গবেষণার জন্য ব্যবহার করতে পারবেন।

৪. ফার্মাসিটিউক্যাল ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের জন্যও কেন্দ্রীয় সরকারের তরফে নতুন প্রোগ্রাম ঘোষণা করা হবে।