Nirmala Sitharaman on Budget 2022: ডিজিটাল মুদ্রাতেও দিতে হবে কর? ‘ক্রিপ্টো’র সঙ্গে তফাৎ বোঝালেন নির্মলা

Nirmala Sitharaman on Budget 2022: ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তির ওপর কর বসতে চলেছে। ভার্চুয়াল সম্পত্তি লেনদেনের মাধ্যমে যে আয় হবে, তার উপর ৩০ শতাংশ কর বসবে।

Nirmala Sitharaman on Budget 2022: ডিজিটাল মুদ্রাতেও দিতে হবে কর? 'ক্রিপ্টো'র সঙ্গে তফাৎ বোঝালেন নির্মলা
ডিজিটাল মুদ্রা আনবে আরবিআই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 7:32 PM

নয়া দিল্লি : মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল অর্থনীতিতে (Digital Economy) গুরুত্ব দেওয়া হয়েছে। নোটবন্দির পর আরও বেশি করে ডিজিটাল পেমেন্টে উৎসাহ দেয় সরকার। আর এবার আনুষ্ঠানিকভাবে আনা হচ্ছে ডিজিটাল কারেন্সি (Digital Currency) বা ডিজিটাল মুদ্রা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) সেই মুদ্রা আনবে বলে মঙ্গলবার বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আবার এ দিনই ঘোষণা করা হয়েছে, ডিজিটাল বা ভার্চুয়াল সম্পত্তির ওপরেও কর বসতে চলেছে। আর সেখানেই তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে কি ডিজিটাল কারেন্সির জন্যও দিতে হবে কর? বাজেট পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সংক্রান্ত ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টোকারেন্সি বা এরকম কোনও ডিজিটাল সম্পত্তির ক্ষেত্রে ৩০ শতাংশ কর নেওয়ার কথা বলা হয়েছে। তবে ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। তিনি আরও উল্লেখ করেন, মুদ্রায় কেবলমাত্র রিজার্ভ ব্যাঙ্কই অনুমোদন দিতে পারে। ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কারেন্সি বা ডিজিটাল মুদ্রার ওপর কোনও ট্যাক্স ধার্য করা হচ্ছে না। তবে ক্রিপ্টোটা কোনও কারেন্সি নয়। ব্যাঙ্কের অনুমোদনপ্রাপ্ত মুদ্রা ছাড়া বাকি সবকিছুই ব্যক্তিগত ডিজিটাল সম্পত্তি। সেই সম্পত্তির ওপরেই বসছে কর। সেই সম্পত্তির লেনদেন থেকে যে আয় হচ্ছে তার ওপরে ধার্য করা হচ্ছে ৩০ শতাংশ কর।’

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ডিজিটাল রুপি আনার পরিকল্পনা করছে। এটি ব্লকচেনের উপর ভিত্তি করে তৈরি হবে এবং আগামী ২০২৩ সালের মধ্যে তা আনা হবে। কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছিলেন, ভারতে নিজস্ব ডিজিটাল মুদ্রা আনা হবে। সেই সিদ্ধান্তকেই কেন্দ্রীয় বাজেটে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এ দিকে, ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তির ওপর কর বসতে চলেছে। ভার্চুয়াল সম্পত্তি লেনদেনের মাধ্যমে যে আয় হবে, তার উপর ৩০ শতাংশ কর বসবে। এ ক্ষেত্রে কেউ যদি কাউকে ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তি উপহার হিসেবে দেয়, তবে উপহার গ্রহণকারীকে কর প্রদান করতে হবে। সম্পত্তি অধিগ্রহণের খরচ ছাড়া অন্য কোনও ক্ষেত্রে করে ছাড় দেওয়া হবে না এবং লেনদেন কোনও ক্ষতি হলে, তা এগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন : Budget 2022: কেনা হবে নতুন ইভিএম, বাজেটে আইনমন্ত্রকের জন্য বরাদ্দ ১ হাজার ৫২৫ কোটি টাকা

আরও পড়ুন : Budget 2022: রাজ্যসভায় ১১ ঘণ্টার বাজেট বিতর্ক, ১১ ফেব্রুয়ারি জবাব দেবেন নির্মলা