LPG Cylinder Price: বড় খবর, বাজেটের আগেই দাম বাড়ল রান্নার গ্যাসের, এবার কত খরচ পড়বে?
LPG Price Hike: বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ, ১ ফেব্রুয়ারি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা করা হল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে।
নয়া দিল্লি: কেন্দ্রীয় বাজেটে আয়-ব্যায়ের হিসাব দেবে সরকার। তার আগেই বড় খবর। বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ, ১ ফেব্রুয়ারি ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) বৃদ্ধির ঘোষণা করা হল। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৫৫ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
প্রতি মাসেরই শুরুতে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বিচার করে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম কমানো বা বাড়ানো হয়।
এ দিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ঘোষণা করা হয়, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা বাড়ানো হচ্ছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৫৫. ৫০ টাকা। আগে খরচ হত ১৭৬৯ টাকা ৫০ পয়সা। তবে ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল-রেস্তোরাঁয়।