Aadhaar Card : এবার থেকে অনলাইনে আধার সম্পর্কিত আরও চারটি পরিষেবা পাবেন আম জনতা, কীভাবে জেনে নিন
UMANG : UMANG অ্যাপে আরও চারটি আধার সম্বন্ধিত পরিষেবা সংযুক্ত হল। অ্য়াপ ডাউনলোড করে এইসব পরিষেবা অনলাইনে উপভোগ করতে পারেন আম জনতা।
কেন্দ্র ও রাজ্য়ের তরফে জনগণকে একাধিক পরিষেবা দেওয়া হয়ে থাকে। সেই পরিষেবা উপভোক্তাদের কাছে সহজলভ্য করতে একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে ভারত সরকার। ২০১৭ সালেই ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ-এজ গভর্ন্য়ান্স (Unified Mobile Application For New-age Governance) নামে একটি অ্যাপ চালু করেছে সরকার। এই অ্যাপেই সরকারের বিভিন্ন পরিষেবা পেতে পারেন জনগণ।
এই অ্যাপে আধার সম্পর্কিত বিভিন্ন পরিষেবা পাওয়া যায়। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হল আধার। UMANG অ্য়াপে ‘My Aadhaar’ সেকশনে কিছু জনগণ কেন্দ্রিক পরিষেবা আনা হয়েছে। তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করেছে UMANG। টুইটে লেখা হয়েছে, ‘UMANG অ্যাপে MY Aadhaar নতুন কিছু জনগণ কেন্দ্রিক পরিষেবা নিয়ে এসেছে। UMANG অ্যাপ ডাউনলোড করে আরও তথ্য পান। ৯৭১৮৩৯৭১৮৩ নম্বরে মিসড কল দিতে পারেন।’
UMANG অ্যাপে নয়া চারটি আধার সম্পর্কিত পরিষেবা :
- আধার যাচাই করুন : নিজেদের আধার স্টেটাস চেক করতে এই পরিষেবার সাহায্য নিতে পারেন।
- EID/ আধার নম্বর পুনরুদ্ধার করুন : নিজেদের আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি খুঁজে পেতে এই পরিষেবার সাহায্য় নিতে পারেন।
- আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেল যাচাই করতে পারেন।
- এনরোলমেন্ট স্টেটাস বা আপডেটের অনুরোধ চেক করতে এটি ব্যবহার করতে পারেন।
UMANG অ্যাপে কীভাবে আধার পরিষেবা পাবেন ?
- প্লে স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করুন।
- রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
- ‘My Aadhaar’ এ ক্লিক করুন।
- এবার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে আপনার আধার লিঙ্ক করুন।
- আপনার মোবাইল নম্বরে যাওয়া OTP দিন এবং সেভে ক্লিক করুন।
- এর পর UMANG অ্যাপ থেকে আধার সম্বন্ধিত সমস্ত পরিষেবা পাবেন।