World Cup Economy: বিশ্বকাপের হাত ধরে ভাঁড়ারে ২২ হাজার কোটি, কোন খাত থেকে কত লাভ?

World Cup Economy: প্রসঙ্গত, বিগত কয়েক বছরে মানুষের খেলা দেখার মাধ্যমে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বদলেছে টিভি দেখার অভ্যাস। অনেক বেশি ডিজিটাল হয়ে উঠেছে জীবন। যার ছাপ বিশ্বকাপের দুয়ারে। বর্তমানে কেবল টিভির সঙ্গে রয়েছে একাধিক ওটিটি, অ্যাপ। যেখানে স্ট্রিমিং হচ্ছে খেলা।

World Cup Economy: বিশ্বকাপের হাত ধরে ভাঁড়ারে ২২ হাজার কোটি, কোন খাত থেকে কত লাভ?
প্রতীকী ছবিImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 9:40 PM

কলকাতা: উৎসবের আবহেই চলছে বিশ্বকাপ। ক্রিকেট জ্বরে ফুটছে দেশ। এদিকে বিশ্বকাপের জেরে গোটা দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় লাভ হতে চলেছে। প্রায় ২২ হাজার কোটি টাকা রোল করছে ভারতীয় অর্থনীতিতে। এমনই দাবি অর্থনীতিবিদদের। ট্রেড ব্রেনসের তথ্য বলছে, এর মধ্যে সিংহভাগ টাকাই আসছে টিভি রাইটস স্পনসরশিপ থেকে। অঙ্কটা প্রায় ১২ হাজার কোটি। পাশাপাশি স্ক্রিনিং ও ফুড ডেলিভারি থেকে আসছে ৫ হাজার কোটি। 

অন্যদিকে ম্যাচের টিকিট বিক্রি থেকে আসছে ২.২ হাজার কোটি টাকা। ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছে ১ হাজার কোটি টাকা। বিদেশি ও দেশীয় পর্যটকদের থেকে আসছে ৮৫০ কোটি টাকা। পাশাপাশি আরও আনুসঙ্গিক কিছু ক্ষেত্রে ও সামগ্রিক বাণিজ্যের হাত ধরে আসছে প্রায় ৯৫০ কোটি টাকা। 

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে মানুষের খেলা দেখার মাধ্যমে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বদলেছে টিভি দেখার অভ্যাস। অনেক বেশি ডিজিটাল হয়ে উঠেছে জীবন। যার ছাপ বিশ্বকাপের দুয়ারে। বর্তমানে কেবল টিভির সঙ্গে রয়েছে একাধিক ওটিটি, অ্যাপ। যেখানে স্ট্রিমিং হচ্ছে খেলা। মাসিক সাবসক্রিপশনের মাধ্যমে দেখা যাচ্ছে খেলা। অনেক ক্ষেত্রে আবার ফ্রিতেও দেখা যাচ্ছে কিছু ম্যাচ। এমনকী সিনেমা হলেও চলছে লাইভ স্ট্রিমিং। সিনেমার মতোই টিকিট কেটে দেখা যাচ্ছে খেলা। সবমিলিয়ে ডিজিটাল ও কেবল মাধ্যমে একধাক্কায় বিজ্ঞাপনের মাত্রাও বেড়ে গিয়েছে অনেকটা। ফলে স্পনসরশিপের ক্ষেত্রেও এসেছে বদল। চড়ছে বিজ্ঞাপনের দাম। আর তাতেই হাওয়া বদল বিশ্বকাপের বাজারে। এমনই মত বিশেষজ্ঞদের।