Adani Group on NDTV: মিডিয়া সংস্থা NDTV-র ২৬ শতাংশ শেয়ারের জন্য ‘ওপেন অফার’ আদানিদের

Adani group: ভিসিপিএল, এএমজি মিডিয়া গ্রুপ এবং আদানি এন্টারপ্রাইজ যুগ্মভাবে এই অধিগ্রহণ করবে।

Adani Group on NDTV: মিডিয়া সংস্থা NDTV-র ২৬ শতাংশ শেয়ারের জন্য 'ওপেন অফার' আদানিদের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 4:20 PM

নয়া দিল্লি: গণমাধ্যম সংস্থা এনডিটিভি (NDTV) শুক্রবার জানিয়েছে, বিশ্বপ্রধান কমার্শিয়াল (Vishvapradhan Commercial) নামের অন্য একটি সংস্থা থেকে তাদের ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ‘লেটার অব অফার’ এসেছে। বিশ্বপ্রধান কমার্শিয়ালের ‘ওপেন অফার’-এ এনডিটিভির ১ কোটি ৬৭ লক্ষ ৬২ হাজার ৫৩০ টি শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতি শেয়ার ২৯৪ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা এনডিটিভির বর্তমান শেয়ার মূল্যের থেকে অনেকটাই কম। বর্তমানে শেয়ার বাজারে এনডিটিভি প্রতি শেয়ারের দাম ৩৫৮.৭০ টাকা। ভিসিপিএল, এএমজি মিডিয়া গ্রুপ এবং আদানি এন্টারপ্রাইজ যুগ্মভাবে এই অধিগ্রহণ করবে।

আদানি মিডিয়া ভেনচার অধীনস্থ ভিসিপিএল বর্তমানে এনডিটিভির ২৯ শতাংশ শেয়ারের মালিক। অগস্ট মাসে দেশের অন্যতম সেরা শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজের ইউনিট আদানি মিডিয়া এনডিটিভির প্রবর্তক সংস্থা আরআরপিএল হোল্ডিংয়ের উদ্দেশে একটি নোটিস প্রদান করেছিল। আরআরপিএল হোল্ডিংয়ের হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) দ্বারা জারি করা নির্দেশিকা অনুসারে দেওয়া ওয়ারেন্ট সেই সময় একটি ওপেন ওফার দিয়েছিল। সেই অফার গ্রহণ করতে অস্বীকার করে এনডিটিভি কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি বছরের ২৬ নভেম্বর অবধি সেবি নির্দেশিকা এই অধিগ্রহণকে অনুমতি দেয় না।

শুক্রবারের ওপেন অফারের পর ভিসিপিএল জানিয়েছে, “অন্তর্নিহিত লেনদেন এবং ওপেন অফারের সমাপ্তির জন্য অধিগ্রহণকারী গোষ্ঠীর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং কম্পিটিশন কমিশন সহ কোনও সংবিধিবদ্ধ অনুমোদনের প্রয়োজন নেই।” সেবির নির্দেশিকা ওপেন অফারের বিরুদ্ধে গেলে অফারটির পাওয়ার ক্ষেত্রে বাড়তি সময় লাগতে পারে।