UPI-Aadhar Card: আধার কার্ডের মাধ্যমেও তৈরি করা যাবে ইউপিআই আইডি, কীভাবে জানুন…

PhonePe: আধার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা ফোনপে অ্যাপে ইউপিআইয়ের যাবতীয় পরিষেবা অর্থাৎ আর্থিক লেনদেন ও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।

UPI-Aadhar Card: আধার কার্ডের মাধ্যমেও তৈরি করা যাবে ইউপিআই আইডি, কীভাবে জানুন...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 8:30 AM

নয়া দিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অভ্যাসও। বর্তমানে নগদ টাকার লেনদেনের তুলনায় অনলাইনেই আর্থিক লেনদেন করতেই পছন্দ করেন অনেকে। ইউপিআইয়ের মাধ্য়মেই অনলাইনে ছোট-বড় দোকানে চলে আর্থিক লেনদেন। ডিজিটাল অর্থনীতিকে মজবুত করতেই এবার ইউপিআই পদ্ধতি আরও সহজ করা হচ্ছে। আগে ইউপিআই অ্যাকটিভেশনের জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হত। তবে সেই ঝক্কি পোহাতে হবেন না আর। আধার কার্ডের নম্বর দিয়েও অ্যাক্টিভেট করা যাবে ইউপিআই।

ওটিপি অথেনটিকেশন-

ইউপিআই আইডি তৈরি করার জন্য আগে বৈধ ইউপিআই পিন তৈরি করতে হত। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন পড়ত ডেবিট কার্ডের। প্রত্যেকটি ডেবিট কার্ডে যে ইউনিক আইডি বা নম্বর থাকে, তা বসানোর পরই ইউপিআই পিন তৈরি হত। তবে অনেকের কাছেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, ডেবিট কার্ড না থাকায় তারা ইউপিআই অ্যাকাউন্ট খুলতে পারেন না। এবার ইউপিআইয়ের পদ্ধতিকে আরও সহজ করতেই আধার কার্ডের মাধ্যমেও ইউপিআই আইডি তৈরির ব্যবস্থা করা হল।

জানা গিয়েছে, ফোনপে-র ইউপিআই আইডি এবার থেকে আধার কার্ড ভিত্তিক ওটিপি অথেনটিকেশনের মাধ্যমেও তৈরি করা যাবে। আধার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা ফোনপে অ্যাপে ইউপিআইয়ের যাবতীয় পরিষেবা অর্থাৎ আর্থিক লেনদেন ও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা যাবে।

কীভাবে আধার কার্ডের মাধ্যমে ফোনপে-র ইউপিআই অ্যাক্টিভেট করবেন?

১. প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে ফোনপে অ্যাপটি ডাউনলোড করুন।

২. এবার ফোনপে-র প্রোফাইল পেজে যান।

৩. এবার পেমেন্ট ইন্সট্রুমেন্ট ট্য়াবে যান। সেখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

৪. আপনি যে ব্যাঙ্কের গ্রাহক, তা বেছে নিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি অথেনটিকেশন দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন।

৫. এবার ফোনপে আপনার ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল সেভ করে নেবে এবং তা ইউপিআই-র সঙ্গে লিঙ্ক করে নেবে।

৬. এবার ইউপিআই পিন সেট করুন। এখানে দুটি অপশন আসবে আপনাদের সামনে, ডেবিট কার্ড ও আধার কার্ড।

৭. আধার কার্ড অপশনে ক্লিক করলে যে বক্স আসবে, তাতে আধার কার্ডের শেষ ছয়টি সংখ্যা বসাতে হবে। এবার রেজিস্টার মোবাইল নম্বরে  ওটিপি আসবে।

৮. ফোনে আসা ওটিপি বসালেই ইউপিআই পিন সেট করার অপশন আসবে।

৯. পিন সেট করলেই ফোনপে ইউপিআই তৈরি হয়ে যাবে। এরপর অনলাইনে আর্থিক লেনদেন করতে আর সমস্যা থাকবে না।