Goutam Adani: একটু জমি পেতেই এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে গেলেন গৌতম আদানি

Richest person: ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। আর গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পত্তির পরিমাণ একলাফে ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।

Goutam Adani: একটু জমি পেতেই এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে গেলেন গৌতম আদানি
এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন গৌতম আদানি।
Follow Us:
| Updated on: Jan 05, 2024 | 4:32 PM

নয়া দিল্লি: ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার তাঁকে টপকে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন গৌতম আদানি। আর এর সঙ্গে সঙ্গেই ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন গৌতম আদানি। সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। আর গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পত্তির পরিমাণ একলাফে ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।

একদিনে সম্পত্তির পরিমাণ ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে কেবল ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পাননি, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকাতেও ১২ তম স্থানে উঠে এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারপার্সন। গত ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান ছিল ১৫ তম স্থানে। প্রায় একবছর ধরে আদানি গোষ্ঠীর শেয়ারের ব্যাপক পতনের পর চলতি বছরের শুরুতেই ফের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এলেন গৌতম আদানি।

ভারত ও এশিয়ার ধনকুবেরের তালিকায় গৌতম আদানির পরেই অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। আর বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান ১১ তম।