Union Budget 2023: ‘আমিও মধ্যবিত্ত, বুঝি তাদের জ্বালা’, বাজেটের আগে নির্মলার কীসের ইঙ্গিত?

Nirmala Sitharaman: বাজেটের আগেই মধ্যবিত্তদের ব্যথায় সমব্যথী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, নিজেও মধ্যবিত্ত। তাই তিনি তাঁদের উপর চাপ বুঝতে পারেন।

Union Budget 2023: ‘আমিও মধ্যবিত্ত, বুঝি তাদের জ্বালা’, বাজেটের আগে নির্মলার কীসের ইঙ্গিত?
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 1:00 PM

নয়া দিল্লি: তিনি মধ্যবিত্ত। তাই তিনি মধ্যবিত্তের জ্বালা, তাঁদের উপর চাপ বুঝতে পারেন। কতকটা এ কথাই বলতে শোনা গেল দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister) নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman)। তিনি বলেছেন, তিনি মধ্যবিত্তের উপর চাপ বুঝতে পারেন। কারণ তিনিও সমাজে সেই স্তরেই বসবাস করেন। এর পাশাপাশি তিনি বলেছেন, মধ্যবিত্তের কথা মাথায় রেখেই তাঁদের উপর সরকার নতুন করে কোনও করের বোঝা চাপায়নি। আরএসএস-র সাপ্তাহিক পঞ্চজন্য ম্যাগাজিনের তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, তিনি বলেছেন, “আমি নিজেও মধ্যবিত্ত স্তরে পড়ি। তাই মধ্যবিত্তের উপর বোঝার কথা বুঝতে পারি আমি। আমি নিজেকে মধ্যবিত্ত মনে করি। তাই আমি জানি।” তিনি বলেছেন, মধ্যবিত্তদের রেহাই দেওয়ার কথা মাথা রেখেই ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে করছাড় দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের উপরে নতুন করে কোনও কর বসানো হয়নি।

তিনি বলেছেন, মধ্যবিত্তের জীবনযাপন আরও সহজ করে তোলার জন্য সরকার দেশের ২৭টি শহরে মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। পাশাপাশি ১০০ টি স্মার্ট সিটি তৈরি করেছে। দেশে মধ্যবিত্তের জনসংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকার তাঁদের জন্য আরও কিছু করতে পারে এই আশ্বাস দিয়েছেন নির্মলা। তিনি বলেছেন, “আমি তাঁদের সমস্যা বুঝতে পারি। সরকার তাঁদের জন্য অনেক কিছু করেছে এবং করতে থাকবে।”

এই অনুষ্ঠান থেকেই নির্মলা বলেছেন, সরকার ২০২০ সাল থেকে প্রতিটি কেন্দ্রীয় বাজেটে মূলধন ব্যয়ের জন্য বরাদ্দ বাড়িয়েছে। তিনি উল্লেখ করেছেন, চলতি বছরের জন্য মূলধনের পিছনে খরচ ৩৫ শতাংশ বেড়ে ৭.৫ লক্ষ কোটি টাকা হয়েছে। এর পাশাপাশি তিনি কৃষক ও বিনামূল্যের খতিয়ানের বিষয়েও কথা বলেন। কৃষকদের বিষয়ে সীতারমন বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বিনামূল্যের দান খয়রাতি প্রসঙ্গে তিনি বলেছেন, রাজ্যের আর্থিক দিকের কথা মাথায় রেখেই প্রতিশ্রুতি দিতে হবে এবং তা সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা থাকা দরকার।