Anant Ambani-Radhika Merchant Wedding: ৭০০০ কোটির ক্রুজে দ্বিতীয় প্রি-ওয়েডিং, এই তারিখে বিয়ে করছেন অনন্ত-রাধিকা
Anant Ambani-Radhika Merchant Wedding: গতকালের অনুষ্ঠানে পারফর্ম করেছে মার্কিন ব্যান্ড ব্যাক স্ট্রিট বয়েজ। তাদের পারিশ্রমিক ৪ থেকে ১৬ কোটি টাকার মধ্যে। তবে অম্বানীরা কত টাকা দিয়েছেন, তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ক্রুজ শিপের প্রি-ওয়েডিংয়ে এবার পারফর্ম করবেন শাকিরা, পিট বুলের মতো মার্কিন গায়ক-গায়িকারা।
মুম্বই: আবারও অম্বানী পরিবারে উৎসবের সুর। বইছে খুশির হাওয়া, কারণ ফের প্রাক বিবাহের আসর বসছে। ছোট ছেলে অনন্ত অম্বানী বিয়ে করতে চলেছেন ব্যবসায়ী পরিবারের কন্যা তথা দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে। বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান। আগের অনুষ্ঠান গুজরাটের জামনগরে হলেও, এবার তা স্থলে নয়, জলে হচ্ছে। ৭০০০ কোটি টাকার লাক্সারি ক্রুজে চাপিয়ে অতিথিদের নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ ফ্রান্সে। প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানের মাঝেই এবার জানা গেল অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ের তারিখ।
আজ, বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ড। সংবাদসংস্থা এএনআই-র তরফে শেয়ার করা ওই কার্ডের ছবিতে জানা গিয়েছে, আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত ও রাধিকা। বিয়ে কিন্তু বিদেশে নয়, বরং মুম্বইয়ে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেই বসবে বিবাহ আসর।
Anant Ambani and Radhika’s Wedding to be held in Mumbai on 12th July at the Jio World Convention Centre in BKC. Wedding to be performed in accordance with the traditional Hindu Vedic way.
The main wedding ceremonies will start on Friday, 12th July with the auspicious Shubh… pic.twitter.com/YKnaAIAs7o
— ANI (@ANI) May 30, 2024
আগে জল্পনা শোনা গিয়েছিল, লন্ডনের বিলাসবহুল এক হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু এ দিন জানা যায়, মুম্বইতেই বিবাহ আসর বসবে। হিন্দু বৈদিক রীতিতেই বিয়ে হবে। ১২ জুলাই বিয়ের পর, ১৩ জুলাই নব দম্পতিকে আশীর্বাদের অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৪ জুলাই হবে গ্রান্ড রিসেপশন।
বর্তমানে ফ্রান্সে লাক্সারি ক্রুজে চলছে অম্বানী পরিবারের আনন্দ অনুষ্ঠান। এটি দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠান। তবে এবারের অনুষ্ঠান একটু আলাদা। প্রথম প্রি-ওয়েডিংয়ে যেখানে চাঁদের হাট বসেছিল, বলিউড থেকে হলিউড তারকারা হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে, সেখানেই এবার অতিথি তালিকা সংকুচিত হয়েছেন। বাদ পড়েছেন সোনাক্ষী সিনহা, কৃতী স্যানন, কার্তিক আরিয়ানের মতো বলিউড স্টাররা। তবে শোনা যাচ্ছে শাহরুখ থেকে আলিয়ার মতো এ-লিস্টাররা এই প্রি-ওয়েডিংয়ে সামিল হবেন।
ইতিমধ্যেই গতকালের অনুষ্ঠানে পারফর্ম করেছে মার্কিন ব্যান্ড ব্যাক স্ট্রিট বয়েজ। তাদের পারিশ্রমিক ৪ থেকে ১৬ কোটি টাকার মধ্যে। তবে অম্বানীরা কত টাকা দিয়েছেন, তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ক্রুজ শিপের প্রি-ওয়েডিংয়ে এবার পারফর্ম করবেন শাকিরা, পিট বুলের মতো মার্কিন গায়ক-গায়িকারা। গান গাইবেন গুরু রনধাওয়াও। তিনদিন ধরে অনুষ্ঠান চলবে। বিভিন্ন থিমে, নানা অনুষ্ঠান হবে।
মোট ৮০০ জন ভিভিআইপি অতিথি থাকার কথা। আগের অনুষ্ঠানে যেখানে মুকেশ অম্বানী ১২৫৯ কোটি টাকা খরচ করেছিলেন, সেখানেই দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে খরচ দ্বিগুণ হতে চলেছে।