Mukesh Ambani-SRK: ছেলের বিয়েতে শাহরুখকে আনতে ১০.৫ কোটির গাড়িকেই ‘শাটল’ বানালেন অম্বানী!

Pre-Wedding: বিশেষ অতিথিদের জন্য অম্বানী পরিবারের তরফে পাঠানো হয়েছিল ফেরারি, পর্সে, মার্সিডিজের মতো দামি গাড়ি। অনিল কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান, আদিত্য রয় কাপুর, অনন্যা পাণ্ডেকে বাসে চেপে যেতে দেখা গেলেও, বলিউডের কিং খানকে বিমানবন্দর থেকে আনতে ফেরারি পুরোস্যাং এসইউভি পাঠানো হয়েছিল।

Mukesh Ambani-SRK: ছেলের বিয়েতে শাহরুখকে আনতে ১০.৫ কোটির গাড়িকেই 'শাটল' বানালেন অম্বানী!
Follow Us:
| Updated on: Mar 08, 2024 | 5:03 PM

জামনগর: টাকা কথা বলে! এটা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করেছেন মুকেশ অম্বানী। ছোট ছেলের বিয়ে বলে কথা, আভিজাত্য-বৈভবে কোনও অভাব রাখেননি মুকেশ অম্বানী। ছেলে অনন্ত অম্বানীর প্রি-ওয়েডিংয়েই খরচ করেছেন ১০০০ কোটি টাকার বেশি। আর অম্বানী পরিবারের বিয়েতে যা যা চমক দেখা গিয়েছে, তাতে মাথা ঘুরে গিয়েছে দেশ তথা বিশ্ববাসীর। আন্তর্জাতিক মহলেও চর্চা অনন্ত অম্বানীর বিয়ে নিয়ে। সেই বিয়েতে যেমন রিহানাকে গান গাইতে দেখা গিয়েছে, তেমনই আবার বলিউডের তিন খানকে নাটু নাটু গানে নাচতে দেখা গিয়েছে। কিন্তু ১০ কোটির গাড়িকে কখনও ভাড়া গাড়ি হিসাবে খাটতে দেখেছেন?

অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ে বলিউড তারকাদের দেখে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই লেগেছে। যে তারকারা গাড়ি ছাড়া বাইরে পা রাখেন না, তাদেরই বাসে চড়ে জামনগরের বিমানবন্দর থেকে বিয়েবাড়ি যেতে দেখা গিয়েছে। তবে সবাই কিন্তু বাসে চেপে যাননি। বিশেষ অতিথিদের আনতে পাঠানো হয়েছিল গাড়ি। তবে অম্বানীর বাড়ির বিয়ে বলে কথা, সাধারণ কোনও গাড়ি যাবে নাকি!

বিশেষ অতিথিদের জন্য অম্বানী পরিবারের তরফে পাঠানো হয়েছিল ফেরারি, পর্সে, মার্সিডিজের মতো দামি গাড়ি। অনিল কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান, আদিত্য রয় কাপুর, অনন্যা পাণ্ডেকে বাসে চেপে যেতে দেখা গেলেও, বলিউডের কিং খানকে বিমানবন্দর থেকে আনতে ফেরারি পুরোস্যাং এসইউভি পাঠানো হয়েছিল। ভাড়া গাড়ি হিসাবেই ব্যবহার করা হচ্ছিল এই গাড়ি, যার দাম ১০.৫ কোটি টাকা!

এই গাড়িতেই জামনগরে আসেন শাহরুখ।

প্রসঙ্গত, অম্বানীদের বিপুল সম্পত্তি সম্পর্কে সকলেই জানেন। মুম্বইয়ে অ্যান্টিলিয়ায় থাকেন মুকেশ অম্বানী ও তাঁর পরিবার। এই বাড়ির দাম ১৫ হাজার কোটি টাকা। দেশের মধ্যে সবথেকে দামি বাড়ি এটি। শুধু বাড়ি নয়, গাড়িরও বিশাল শখ অম্বানীদের। লাক্সারি গাড়ির বিপুল সম্ভার রয়েছে তাদের, যার আনুমানিক বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি।