Bank Strike Today: বাংলা বনধের দোসর ব্যাঙ্ক বনধও! ঝামেলায় পড়ার আগে খোঁজ নিয়ে বেরোন
Bank: ব্যাঙ্ক স্টাফ ইউনিয়নের ১৩ আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও চার্জশিট দেওয়ার প্রতিবাদেই অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।
নয়া দিল্লি: আজ, বুধবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি। রাজ্য জুড়েই সেই বনধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। তবে শুধু বিজেপিই নয়, আজ বনধ রয়েছে দেশজুড়েও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে বনধের। তার জেরেই আজ দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হচ্ছে।
ব্যাঙ্ক স্টাফ ইউনিয়নের ১৩ আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও চার্জশিট দেওয়ার প্রতিবাদেই অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, দ্য ন্যাশনাল কনফেডারেশন অব ব্য়াঙ্ক এমপ্লয়িজ, দ্য ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়াস দ্য অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস অ্যাসেসিয়েশনের মতো সংগঠনও আজকের এই ধর্মঘটকে সমর্থন করছে।
আজ কি ব্যাঙ্ক বন্ধ?
এখনও পর্যন্ত কোনও ব্যাঙ্কের তরফেই ব্যাঙ্ক বন্ধ রাখার কথা জানানো হয়নি। তবে এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি সহ অন্যান্য ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে, কোনও শাখায় যাওয়ার আগে যেন গ্রাহকরা আগে খোঁজ নেন যে ব্যাঙ্ক খোলা আছে কি না।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)