Bank Holiday: পুজোর মাসে ১৮ দিনই বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে এই দিনগুলিতে যাবেন না ব্যাঙ্কে
Bank Holiday: প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়। এবার দেখা গিয়েছে, অক্টোবর মাসে প্রায় অর্ধেকেরও বেশি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনার যদি ব্যাঙ্কে কোনও কাজ থাকে, তবে এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কে যাওয়া এড়িয়ে যান।
নয়া দিল্লি: পুজোর মাস অক্টোবর। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, বিহু-একাধিক উৎসব রয়েছে এই মাসে। আর এই উৎসবের দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়। এবার দেখা গিয়েছে, অক্টোবর মাসে প্রায় অর্ধেকেরও বেশি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনার যদি ব্যাঙ্কে কোনও কাজ থাকে, তবে এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কে যাওয়া এড়িয়ে যান।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অক্টোবর মাসে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এই দিনগুলি হল-
১ অক্টোবর- রবিবার
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী
১৪ অক্টোবর- মহালয়া
১৮ অক্টোবর- কাটি বিহু
২১ অক্টোবর- দুর্গা পুজো
২৩ অক্টোবর- দশেরা, বিজয়া দশমী
২৪ অক্টোবর- দশেরা
২৫ অক্টোবর- দুর্গা পুজো (গ্যাংটক)
২৬ অক্টোবর- দুর্গা পুজো (গ্যাংটক, জম্মু, শ্রীনগর)
২৭ অক্টোবর-দুর্গাপুজো
২৮ অক্টোবর- লক্ষ্মী পুজো
৩১ অক্টোবর- সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী
এছাড়াও
৮ অক্টোবর, ১৪ অক্টোবর, ১৫ অক্টোবর, ২২ অক্টোবর, ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর শনিবার ও রবিবার হওয়ায়, এই দিনগুলিতেও ব্যাঙ্ক ছুটি থাকবে।