Bank Holidays In September : সেপ্টেম্বরে একগাদা ছুটি! কবে কবে বন্ধ থাকছে ব্য়াঙ্কের দরজা?
Bank Holidays In September : সেপ্টেম্বরে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্য়াঙ্কের দরজা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে বিস্তারিত তালিকা।
অগস্টে পেরিয়ে গিয়েছে। সামনেই পুজোর মরশুম। অক্টোবরে বেশ কয়েকদিন বন্ধ থাকতে পারে ব্য়াঙ্ক। তাই আগে থাকতেই সেপ্টেম্বরে ব্যাঙ্কের যাবতীয় কাজ করে ফেলার চেষ্টা করেন অনেকেই। তবে সেপ্টেম্বরে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকায় একবার চোখ বুলিয়ে নিতে ভুলবেন না। নয়তো ব্য়াঙ্কে গিয়েও হয়ত কাজ না করেই ফিরে আসতে হতে পারে। আরবিআই কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী সেপ্টেম্বরে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্য়াঙ্কের দরজা। প্রতি মাসের মতো রবিবার এবং দ্বিতীয় ও তৃতীয় বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেপ্টেম্বরের ব্য়াঙ্কের ছুটির তালিকায় চোখ বুলিয়ে নিন।
সেপ্টেম্বর ২০২২ এ ব্য়াঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা :
১ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী উপলক্ষে পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪ সেপ্টেম্বর : মাসের প্রথম রবিবার
৬ সেপ্টেম্বর : কর্মা পুজোর কারণে রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৭ সেপ্টেম্বর : প্রথম ওনামের কারণে কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে
৮ সেপ্টেম্বর : তিরুভোনাম পরবের কারণে কোচি ও তিরুবনন্তপুরমের ব্য়াঙ্কের দরজা খুলবে না
৯ সেপ্টেম্বর : ইন্দ্রযাত্রার কারণে গ্যাংটকে ব্য়াঙ্ক বন্ধ থাকবে
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় শনিবার
১১ সেপ্টেম্বর : মাসের দ্বিতীয় রবিবার
১৮ সেপ্টেম্বর : মাসের তৃতীয় রবিবার
২১ সেপ্টেম্বর : শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে কোচি ও তিরুবনন্তপুরমে ব্য়াঙ্ক বন্ধ থাকবে
২৪ সেপ্টেম্বর : মাসের চতুর্থ শনিবার
২৫ সেপ্টেম্বর : মাসের চতুর্থ রবিবার
২৬ সেপ্টেম্বর : নবরাত্রি স্থাপনা উপলক্ষে ইম্ফল ও জয়পুরে ব্যাঙ্কে ছুটি থাকবে