BSNL 4G & 5G Service: চলতি বছরেই 4G চালু BSNL-র, 5G চালু হতে আর কতদিন?

BSNL Service: বিএসএনএলের ১৮০০ টাওয়ারে ৪জি পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বসানো হবে। এর পাশাপাশি আরও ৫০০ নতুন টাওয়ারেও ৪জি সরঞ্জাম বসানো হবে। এরফলে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ৪জি পরিষেবা চালু হয়ে যাবে। 

BSNL 4G & 5G Service: চলতি বছরেই 4G চালু BSNL-র, 5G চালু হতে আর কতদিন?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 8:29 AM

কলকাতা: কলকাতা, দিল্লি, মুম্বই সহ একাধিক মেট্রো শহরেই চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবার মাধ্য়মে চোখের পলকেই ডাউনলোড হয়ে যাবে আস্ত একটা সিনেমা। যেখানে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল ৫জি পরিষেবা দিচ্ছে। ভোডাফোন বা অন্যান্য নেটওয়ার্কও ৫জি পরিষেবা আনার প্রস্তুতি নিচ্ছে, সেখানেই এবার ৪জি-র জগতে পা রাখতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। কেন্দ্রীয় টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকেই কলকাতা সার্কেলে ৪জি পরিষেবা চালু করা হবে। এরপরে আগামী বছরের জুন-জুলাই মাসে কলকাতায় চালু হবে ৫জি পরিষেবা। বুধবার এমনটাই জানিয়েছেন ক্যালকাটা টেলিফোনসের চিফ জেনারেল ম্য়ানেজার দেবাশীষ সরকার।

ক্যালকাটা টেলিফোনসের কর্তা জানান, আগামী মাসেই বরাত দেওয়া হবে ৪জি পরিষেবার জন্য সর়ঞ্জামের। আপাতত কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিএসএনএলের ১৮০০ টাওয়ারে ৪জি পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বসানো হবে। এর পাশাপাশি আরও ৫০০ নতুন টাওয়ারেও ৪জি সরঞ্জাম বসানো হবে। এরফলে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে ৪জি পরিষেবা চালু হয়ে যাবে।

বর্তমানে কলকাতা টেলিকম সার্কেলের ১০৭টি জায়গায় ৪জি পরিষেবা রয়েছে। শীঘ্রই কলকাতা সার্কেলে ৪জি পরিষেবা চালু হয়ে যাবে। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্য়েই কলকাতায় চালু হবে ৫জি পরিষেবাও।

এত কম সময়ের মধ্যে ৪জি ও ৫জি পরিষেবা চালু আদৌই সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তরে বিএসএনএল সংস্থার তরফে জানানো হয়েছে, হার্ডওয়ার একটাই। ৪জি পরিষেবা থেকে ৫জি পরিষেবায় পরিবর্তন করতে গেলে শুধুমাত্র একটি সফটওয়্যার বদলাতে হবে।