Gold Price Today: এক ধাক্কায় ৩ হাজার টাকা কমল সোনার দাম, গহনা কিনতে হলে আজই দোকানে ছুট লাগান

Gold Price Today: চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারেই কমেছিল সোনার দাম। শুক্রবারে এক ধাক্কায় আরও অনেকটা কমল সোনার দর। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম এক ধাক্কায় ৩০০ টাকা কমল।

Gold Price Today: এক ধাক্কায় ৩ হাজার টাকা কমল সোনার দাম, গহনা কিনতে হলে আজই দোকানে ছুট লাগান
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 12:10 PM

কলকাতা: সামনেই বিয়ের মরশুম। বাড়িতে বিয়ে মানেই সোনার গহনার কেনাকাটি হবেই। বিয়ের মরশুমে চাঙ্গা হল সোনার বাজারও। ক্রমশ কমছে সোনার দর। চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারেই কমেছিল সোনার দাম। শুক্রবারে এক ধাক্কায় আরও অনেকটা কমল সোনার দর। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম এক ধাক্কায় ৩০০ টাকা কমল। ১০০ গ্রাম সোনার দাম ৩ হাজার টাকা কমেছে। তবে কমেনি রুপোর দাম। বরং সামান্য বেড়েছে রুপোর দাম।

শুক্রবার কলকাতায় সোনা-রুপোর দাম :    

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৮০ টাকা 5,580

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬৪০ টাকা 44,640

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৪০০ টাকা ₹55,800

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৮,০০০ টাকা ₹5,58,000

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৮৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৬৯৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৮৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৮,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,৩০০ টাকা

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*